সরকারি প্রকল্প

পিএম কিষাণের ১২ তম কিস্তি এই সমস্ত কৃষক পাবেন না, জানিয়ে দিলো কেন্দ্রীয় সরকার

আপনি কি জানেন পিএম কিষাণ যোজনা থেকে বাদ পড়ছে বহু কৃষকের নাম? যদি না জেনে থাকেন তবে এই খবরটি আপনার জন্য। সমগ্র ভারতব্যাপী কৃষকদের আর্থিকভাবে সহায়তা করার খাতিরে কেন্দ্র সরকারের পক্ষ থেকে নানাবিধ প্রকল্প কার্যকরী করা হয়েছে যার মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো পিএম কিষাণ যোজনা। ইতিমধ্যেই কেন্দ্র সরকার পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশবাসীকে জানানো হয়েছে যে, এই সেপ্টেম্বর মাসে শেষের দিকে এই যোজনার অধীনে থাকা কৃষকদের ১২ তম ইনস্টলমেন্টের টাকা দেওয়া হবে। আর এই ঘোষণার কারণে সমগ্র ভারতের কৃষকরা যথেষ্ট খুশি। তবে এখানেই শেষ নয়, এই ঘোষণার পাশাপাশি আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। এই বিজ্ঞপ্তি অনুসারে জানা গিয়েছে যে, প্রচুর সংখ্যক কৃষকের নাম বাদ পড়েছে পিএম কিষাণের তালিকা থেকে। আর তাই আজ আমরা এই পোস্টে আলোচনা করতে চলেছি পিএম কিষাণ থেকে কি কারণে কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে তা সংক্রান্ত বিস্তারিত তথ্য।

এবার থেকে ড্রপ আউট করা ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, নতুন আপডেট জেনে নিন

• চলুন তবে জেনে নেওয়া যাক কি কারণে পিএম কিষাণ থেকে কৃষকদের নাম বাদ দেওয়া হচ্ছে?
ইতিপূর্বেই কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সমগ্র দেশের কৃষকদের জানানো হয়েছিল যে, পিএম কিষাণ যোজনার আগামী কিস্তির টাকা পেতে গেলে তাদের অবশ্যই নিজস্ব e-kyc সম্পূর্ণ করতে হবে। এর পাশাপাশি এও জানানো হয়েছিলো যে, যেসকল কৃষকরা e-kyc সম্পন্ন করবেন না তাদের নাম এই পিএম কিষাণ যোজনা থেকে বাদ দেওয়া হবে। বিভিন্ন রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, এমন অনেক কৃষক পিএম কিষাণ যোজনার সুবিধা ভোগ করছিলেন যারা এই যোজনার অধীনে অনুদান পাওয়ার যোগ্য নন। যার কারণে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে e-kyc সম্পন্ন করতে নির্দেশ দেওয়া হয়েছিল। আর তাতেই পিএম কিষাণ যোজনা থেকে বাদ পড়েছে বহু কৃষকের নাম। ভারতব্যাপী বহু কৃষকই এখনও পর্যন্ত তাদের e-kyc সম্পন্ন করেননি। কৃষি দপ্তরের পক্ষ থেকে প্রকাশিত রিপোর্ট অনুসারে জানা গিয়েছে যে, ৭৭ হাজার ৯৭৯ জন কৃষকের নাম বাদ পড়েছে পিএম কিষাণ যোজনা থেকে, তবে এই সংখ্যাটি শুধুমাত্র উত্তরপ্রদেশের কৃষকদের। উত্তরপ্রদেশে পিএম কিষাণ যোজনার অধীনে নথিভুক্ত থাকা ২,৪৪,৪০৩ জন কৃষকের মধ্যে ১,৬৬,৪২৪ জন কৃষক তাদের ই কিওয়াইসি সম্পন্ন করেছেন। অর্থাৎ সমগ্র দেশব্যাপী ekyc না করার কারণে এরূপ বহু কৃষকের নাম বাদ পড়েছে পিএম কিষাণ যোজনা থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button