মোবাইলের মাধ্যমে রেশন দোকান চেঞ্জ করুন দু’মিনিটে । Change ration shop through mobile
এমন অনেক সময় আসে যখন আমাদের রেশন দোকান পরিবর্তন করতে হয়। তা অন্য জায়গায় স্থানান্তরিত হলে বা অন্য কোনো কারনে। আজ আমরা শিখবো ঘরে বসে মোবাইলের মাধ্যমে কিকরে আপনি আপনার রেশন দোকান চেঞ্জ করবেন। চলুন তবে শুরু করা যাক।
(ক) সবার প্রথমে আপনাদের পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, লিঙ্ক নিচে দেওয়া রইলো এবং আপনাদের সুবিধার্থে ব্রাউজারটিকে ডেক্সটপ ভার্সেন করে নিন। এরপর বাঁদিকে থাকা Services এর আন্ডারে Ration Card অপশনে ক্লিক করুন এবং তার আন্ডারে থাকা Apply Online এ ক্লিক করুন এবং তার আন্ডারে থাকা চার নাম্বার অপশন Apply For Change Of Ration Shop (Form-6) এ ক্লিক করুন।
(খ) এরপর আপনাদের সামনে একটি নতুন পেজ খুলে যাবে যেখানে আপনাদের মোবাইল নাম্বার বসিয়ে ভেরিফাই করে নিতে হবে। ভেরিফাই হয়ে গেলে আপনাদের সামনে আরো একটি পেজ ওপেন হবে যেখানে আপনারা একটি ফর্ম দেখতে পাবেন। আপনাদের রেশন দোকান পরিবর্তনের জন্য From 6 এ থাকা Apply Now তে ক্লিক করতে হবে।
(গ) এর পরের পেজে আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে আপনারা কোন জায়গা থেকে রেশন নিতে চান সেই জায়গার বিস্তারিত এখানে সঠিক ভাবে পূরণ করবেন এবং নীচে কোন রেশন ডিলারের কাছ থেকে রেশন নিতে চান সেসবও সিলেক্ট করতে হবে। আপনারা জেলার নাম দিলে অটোমেটিক সেই জেলায় থাকা ডিলারদের নাম শো করবে। আপনাকে শুধু সঠিক জনকে বেছে নিতে হবে। সমস্ত সঠিক ভাবে হয়ে গেলে নীচে থাকা Next বাটনে ক্লিক করতে হবে।
(ঘ) এর পরের পেজে আপনার কাছে একটি সাপোর্টেড ডকুমেন্টস আপলোড করতে বলা হবে এবং তারপর নীচে থাকা Proceed এ ক্লিক করতে হবে।
(ঙ) এর পরের পেজে আপনার কাছে একটি Terms and Conditions আসবে সেটিকে টিক চিহ্ন দিয়ে Get OTP তে ক্লিক করে আপনার মোবাইলে আসা OTP সেখানে বসিয়ে দিয়ে SUBMIT OTP তে ক্লিক করুন।
ব্যাস এর পরের পেজে আপনার সামনে সাকসেস অপশন শো করবে। আপনার আবেদন পত্রের স্ট্যাটাস কিকরে চেক করবেন সেটা জানতে নীচে লিঙ্কে ক্লিক করুন।
• স্ট্যাটাস চেক:- Link
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
এরকম আরও তথ্য সবার আগে পেতে নীচের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ আইকনে ক্লিক করে এখনিই আমাদের সঙ্গে যুক্ত হন।