আপনার স্বাস্থ্য সাথী কার্ডটি অ্যাকটিভ রয়েছে তো? চেক করে নিন দু’মিনিটে । Check in two minutes whether your Swasthya Sathi card is active or not
স্বাস্থ্য সাথী কার্ড পশ্চিমবঙ্গ সরকারের একটি গুরুত্বপূর্ণ প্রকল্প। এই প্রকল্পের আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মানুষ শারীরিক অসুস্থতা ও বিভিন্ন কারন বসত হাসপাতালে ভর্তি হলে তাদের চিকিৎসার একটা বড়ো অংশ পশ্চিমবঙ্গ সরকার বহন করে। কিন্তু এই কার্ডের একটি মেয়াদ থাকে, মেয়াদ শেষ হলে এটি ডিঅ্যাকটিভেট হয়ে যায়। এই কার্ড যদি অ্যাকটিভ না থাকে তবে খুব গুরুত্বপূর্ণ সময়ে আপনি এটির সুবিধা ওঠাতে পারবেন না।
তাই আমরা আজ দেখবো কিকরে স্বাস্থ্য সাথী কার্ড চেক করা সম্ভব যে সেটা অ্যাকটিভ অবস্থায় রয়েছে না ডিঅ্যাকটিভ অবস্থায় রয়েছে। এটি জানবার জন্য আপনার হাতের কাছে দুটি জিনিস রাখা খুব প্রয়োজন। এক আপনার স্বাস্থ্য সাথী কার্ড। দুই আপনার মোবাইল। চলুন তবে দেখে নেওয়া যাক।
(ক) প্রথমে আপনাকে স্বাস্থ্য সাথীর অফিসিয়াল ওয়েবসাইট এ যেতে হবে swasthyasathi.gov.in এরপর নীচে থাকা অপশনগুলির মধ্যে Card Verification অপশনে যেতে হবে।
(খ) সেই অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে যেখানে আপনাকে নিজের রাজ্য ও জেলা সিলেক্ট করে তার নীচের ঘরে URN নাম্বার বসাতে হবে যেটি আপনার স্বাস্থ্য সাথী কার্ডে রয়েছে।
(গ) সমস্ত তথ্য সঠিক ভাবে পূরণ করে Submit অপশনে ক্লিক করলেই আপনি জেনে যেতে পারবেন আপনার কার্ড অ্যাকটিভ রয়েছে কিনা।
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
এরকম আরও গুরুত্বপূর্ণ আপডেট পাবার জন্য আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।