রাজ্য

সিভিক ভলেন্টিয়ার (civic volunteer) থেকে সরাসরি পুলিশে নিয়োগ, মুখ্যমন্ত্রীর বিরাট ঘোষণা।

সিভিক ভলেন্টিয়ারদের (civic volunteer) পদোন্নতির কথা ঘোষণা মুখ্যমন্ত্রীর।

পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় নিরাত্তার স্বার্থে সিভিক ভলেন্টিয়ার (civic volunteer) নিয়োগের কথা বলেছিল মুখ্যমন্ত্রী। সেই অনুযায়ী রাজ্যের উর্দিধারী পুলিশ ছাড়াও নিয়ম শৃঙ্খলা রক্ষার্থে সিভিক পুলিশ নিয়োগ হয়। সময়ের সাথে অনেক বার বেতন বৃদ্ধির কথাও বলা হয়। কিন্তু তাদের পদোন্নতি বলে কোনো কথা ছিলনা।

মুখ্যমন্ত্রী তার প্রাশাসনিক বৈঠকে ঘোষণা করলেন সিভিক ভলেন্টিয়াররা কনস্টেবল পদে পদোন্নতি ঘটাতে পারে। অবশ্যই রাজ্যের সব সিভিক ভলেন্টিয়ারের (civic volunteer) ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য নয়। এবিষয়ে কিছু মাপকাঠি রাখা হয়েছে।

মাধ্যমিক পাশে ১৩৫ শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ পদে কর্মী নিয়োগ

এই সিভিক ভলেন্টিয়ারের চাকরি একটা সময় অনেকেই করতে চাইতনা, তাদের চাকরির নিশ্চয়তা যেমন ছিলনা তেমন বেতনও ছিল খুব কম। তাদের ডিউটি কিন্তু সবার মতোই সমান। কিন্তু মুখ্যমন্ত্রী তাদের কথা ভেবে বেতন বেশ অনেকটাই বাড়িয়েছিল। আবার তাদের জন্য সুখবর এবার তারা কনস্টেবল পদ অবধি যেতে পারে।
যে সিভিক ভলেন্টিয়ার দায়িত্ব সহকারে গাফিলতি ছাড়া নিয়ম শৃঙ্খলা বজায় রাখে তাদের ক্ষেত্রে এই নিয়ম বিবেচ্য হতে পারে।

ঐ সিভিক ভলেন্টিয়ার যে থানার অন্তর্ভুক্ত সেখানে কনস্টেবল পদে যদি অনেক শূন্যপদ তৈরি হয়ে যায় সেখানেই একমাত্র এই নিয়োগ হতে পারে।
এ ব্যাপারে সর্বোচ্চ সিদ্ধান্ত নেবে জেলার পুলিশ সুপার, এসডিও(SDO), OC রা । তারা যদি কাউকে রেফার করে সেক্ষেত্রে এই পদোন্নতি ঘটবে।

ভালো কাজের রেকর্ড যদি একজন সিভিক ভলেন্টিয়ার বানাতে পারে তাহলে তার শিঁকে ছিঁড়বে এটা নিশ্চিত। এই বিষয়টাকে মুখ্যমন্ত্রী বিবেচনার জন্য বলেছে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো খসড়া এসে উপস্থিত হয়নি অবশ্য। আশা করা যায় এ বিষয়েও খুব শীঘ্রই পদক্ষেপ নেবে রাজ্য। শুধুমাত্র সিভিক ভলেন্টিয়ার নয় রাজ্যের যেকোনো দপ্তরে অস্থায়ী কর্মী আছে। তাদের অনেকেরই বিভিন্নভাবে পার্মারেন্ট হওয়ার পথ উঠে এসেছে।

রাজ্যের সিভিক ভলেন্টিয়ারদের পার্মানেন্ট পুলিশ কর্মী হওয়ার সুযোগ, বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button