বাড়িতে বসেই মোবাইলের মাধ্যমে আধার কার্ডের ভুল সংশোধন করুন দুমিনিটে । Correct the mistakes of Aadhaar card sitting at home
মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস এর মধ্যে একটি হলো আধার কার্ড। কিন্তু অনেকসময়ই আধার কার্ডে নানান রকম ভুল থাকে। এবার বাড়িতে বসে মোবাইলের মাধ্যমেই অনলাইনে সংশোধন করা যাবে আধার কার্ডের এই ভুল। তা কিভাবে সম্ভব, চলুন জেনে নেওয়া যাক।
অনেক সময় আধার কার্ডের নাম, ঠিকানা, বাবার নাম, স্বামীর নাম, বয়স, ইত্যাদি আরো অনেক তথ্য ভুল থাকে। এবার থেকে মোবাইলের মাধ্যমে সেগুলো সংশোধনের বা আপডেট কিংবা পরিবর্তন করা যাবে।
মোবাইলের মাধ্যমে দুইভাবে আধার কার্ড সংশোধন করা যাবে। প্রথমত, মোবাইলের অ্যাপ দিয়ে; দ্বিতীয়ত, আধার কার্ড ওয়েবসাইট থেকে।
মোবাইল অ্যাপ দিয়ে কিভাবে আধার কার্ডের ভুল সংশোধন করা যাবে তা জেনে নেওয়া যাক~
(১) প্রথমে প্লে স্টোর থেকে mAadhaar App টি ডাউনলোড করতে হবে।
(২) এরপর মোবাইল নাম্বার দিয়ে অ্যাপটি ওপেন করতে হবে।
(৩) এরপর অ্যাপের Dashboard টি সামনে আসবে।
(৪) এখানে আধার কার্ড ডাউনলোড, আধার কার্ড ভেরিফাই এবং আধার কার্ড সংশোধন জাতীয় সমস্ত কাজ করা যায়।
(৫) এরপর উপরে Resister My Aadhaar -এ ক্লিক ক্লিক করে ৪ সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে।
(৬) এরপর পরের পেজে আধার নাম্বার ও ক্যাপচা কোড বসিয়ে লগইন করতে হবে।
(৭) পরবর্তী পেজে আধার কার্ড সংশোধন বলে একটি অপশন আসবে সেটিতে ক্লিক করে আধার কার্ড সংশোধন করা যাবে।
(৮) এছাড়াও এখান থেকে আধার কার্ড কোন কোন ব্যাংক একাউন্টের সাথে লিংক রয়েছে সেটিও দেখা যাবে।
এরকম আরোও খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।