পশ্চিমবঙ্গের খাদ্য দপ্তরে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ । Data Entry Operator job in West Bengal
আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। পশ্চিমবঙ্গের খাদ্য ও পরিবহন দপ্তরের তরফ থেকে গ্রুপ-সি পদে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মহিলা-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ১৭ ই ফেব্রুয়ারি,২০২২
(ক) পোস্টের নাম:- ডাটা এন্ট্রি অপারেটর ( Data Entry Operator )
• শূন্যপদ:- এই পদের জন্য শূন্যপদ ৩৪ টি।
• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। বয়স হিসাব করতে হবে ১ লা জানুয়ারি, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে।
• শিক্ষাগত যোগ্যতা:- এই পদের জন্য প্রার্থীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে। কম্পিউটারে ms-word, ms-excel, ms-powerpoint বিষয়ে দক্ষতা থাকতে হবে। এছাড়াও কোন এনজিও বা সরকারি দপ্তরে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
• বেতন:- এই পদের ক্ষেত্রে মাসিক বেতন ১৩,০০০ টাকা।
• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অফলাইনে।
অফিসিয়াল নোটিফিকেশনের সঙ্গে অফলাইন ফর্ম পেয়ে যাবেন সেখান থেকে প্রিন্ট আউট করে আবেদন করুন। আবেদনপত্রটি সঠিকভাবে নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে তার সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করে একটি মুখ বন্ধ খামে ড্রপবক্সে ফেলে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে।
• আবেদনপত্রের সঙ্গে যে যে নথিপত্রগুলি লাগবে সেগুলি হলো:-
(১) বয়সের প্রমাণপত্র,
(২) রেসিডেন্সিয়াল প্রুফ,
(৩) গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট,
(৪) কম্পিউটার সার্টিফিকেট,
(৫) কাস্ট সার্টিফিকেট।
• আবেদনপত্র পাঠানোর ঠিকানা:- নদীয়া, পাত্রবাজার ,কৃষ্ণনগর, পিন- ৭৪১১০১ । সকাল ১১ টা থেকে বিকেল ৪ টার মধ্যে পাঠাতে হবে। অথবা recruitment.nadia.fs@gmail.com এই ইমেইল আইডিতে পাঠিয়ে দিতে হবে।
° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।
• অফিসিয়াল নোটিফিকেশন:- Link
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।
সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।