আপনার শরীর পরীক্ষা করে মৃত্যুর তারিখ বলে দেবে এই সাইটটি, দুর্বল মনের মানুষেরা দূরে থাকুন
আপনি জন্ম নিয়েছেন মানে আপনাকে মরতে হবে। প্রচন্ড স্বাভাবিক একটা কথা এটি। স্পার্ম থেকে একটা শিশুর জন্ম হবে কি হবে না সেই নিশ্চয়তা কেউ দিতে পারে না। তবে আপনার যদি জন্ম হয় তবে আপনার মৃত্যু হবেই এটা নিশ্চিত।
এবার আপনাকে যদি বলা হয় যে আপনি কোন বছরের এত তারিখে মারা যাবেন! এটা শুনে আপনার মধ্যে কি ধরনের রিয়্যাকশন দেখা দেবে? ভয় পাবেন? না ভাববেন যে কটা দিন আছি মজা করে নিই। মজা করছিলাম।
করোনা সার্টিফিকেট ডাউনলোড করুন দু’মিনিটে
ইন্টারনেট জগতে এমন একটি পপুলার সাইট রয়েছে যা আপনাকে আপনার মৃত্যুর সাল, মাস ও দিন বলে দিতে পারে। এরজন্য অবশ্য তাকে কিছু ইনফরমেশন আপনাকে দিতে হবে। আপনি যদি দুর্বল মনের মানুষ হন তবে এই পোষ্টটা থেকে দূরত্ব বজায় রাখুন। চলুন দেখে নেওয়া যাক ওয়েবসাইটটার নাম –
আপনাকে সাইটটিকে যেতে হলে গুগলে গিয়ে সার্চ করতে হবে, www.death-clock.org এটি সার্চ করলেই আপনাদের সামনে সাইটটির মেইন পেজ খুলে যাবে। এবার আসি তাদের প্রশ্নে, আপনি আপনার মৃত্যুর তারিখ জানতে চাইলে সেখানে থাকা কিছু অপশনের সঠিক উত্তর দিতে হবে। যেমন,
প্রথম প্রশ্নঃ- আপনার জন্ম তারিখ (মাস/দিন/বছর)?
দ্বিতীয় প্রশ্নঃ- আপনার মেয়ে না ছেলে?
তৃতীয় প্রশ্নঃ- আপনি কি সিগারেট খান?
দিনে ক’প্যাকেট খান?
কত বছর ধরে খান?
চতুর্থ প্রশ্নঃ- আপনার BMI কত?
[আপনার BMI বের করবার জন্য আপনাকে নিজের হাইটের সঙ্গে নিজের ওয়েটের গুন করতে হবে তবেই আপনার BMI (Body Mass Index) বের হয়ে যাবে। আপনাদের সুবিধার্থে একটি সাইটের লিঙ্ক দিয়ে রাখছি সেখানে গিয়ে হাইট ওয়েট লিখলেই অটোমেটিক সাইটটি অঙ্ক করে আপনার BMI বের করে দেবে] (সাইট লিঙ্কঃ- https://www.nhlbi.nih.gov/health/educational/lose_wt/BMI/bmicalc.htm)
পঞ্চম প্রশ্নঃ- আপনার আউটলুক? (সেখানে ৫ টি অপশন থাকবে আপনি আপনারটা চয়েজ করুন)
ষষ্ঠ প্রশ্নঃ- অ্যালকোহল খান? খেলে দিনে বা সপ্তাহে কতবার খান?
লাস্ট প্রশ্নঃ- আপনি কোন দেশে বসবাস করেন?
ঘরে বসে করোনা সার্টিফিকেট-এর ভুল ঠিক করুন দু’মিনিটে
ব্যাস এই সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে নীচে থাকা Submit বাটনে ক্লিক করলেই আপনার সামনে চলে আসবে আপনার মৃত্যু তারিখ।
আবারও বলছি দুর্বল মনের মানুষেরা এটার থেকে দূরে থাকুন।
• প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স ও জেনারেল নলেজের আপডেট পেতে এখুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যালেন – সাবস্ক্রাইব