কৃষক বন্ধু প্রকল্পের কোন স্ট্যাটাসের কি মানে । Different meaning of different status of Krishak Bandhu Prakalpa
ইতিমধ্যেই অনেক কৃষকরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে গিয়েছে। অনেকে আবার এখনও পায়নি। বিভিন্ন কৃষকের কৃষক বন্ধু প্রকল্পের বিভিন্ন রকম স্ট্যাটাস শো করছে। কোন স্ট্যাটাসের কি মানে, কিংবা স্ট্যাটাস দেখে কিভাবে বুঝবেন আপনার পরবর্তী টাকা কবে ঢুকবে, তা নিয়েই আমাদের এই পোস্ট। চলুন জেনে নেওয়া যাক।
(১) Ada Uploaded:- কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে যদি কোনো কৃষকের স্ট্যাটাসে Ada Uploaded লেখা থাকে, তবে বুঝতে হবে Assistant Director of Agriculture কৃষি দপ্তর থেকে সেই কৃষকের তথ্য Dda অর্থাৎ Deputy Director of Agriculture এর কাছে পাঠিয়ে দিয়েছে।
(২) Dda Approved:- কোনো কৃষকের স্ট্যাটাস যদি Dda Approved দেখায়, তবে বুঝতে হবে কৃষকের সমস্ত তথ্য সঠিক আছে এবং Deputy Director of Agriculture সেই কৃষকের তথ্য ভেরিফাই করে অ্যাপ্রুভ করে দিয়েছে।
(৩) Dda Revert:- কোনো কৃষকের স্ট্যাটাস যদি Dda Revert দেখায়, তবে বুঝতে হবে কৃষকের সমস্ত তথ্যে কিছু না কিছু ভুল রয়েছে, তাই Dda অ্যাপ্রুভ করতে পারে নি। Dda আবার Ada এর কাছে কৃষকের তথ্য সংশোধনের জন্য পাঠিয়েছে।
(৪) Account Valid:- কোনো কৃষকের স্ট্যাটাসে Account Valid দেখালে বুঝতে হবে, এটি টাকা পাওয়ার আগের শেষ ধাপ। অর্থাৎ এরপরই কৃষকের পরবর্তী কিস্তির টাকা ঢুকে যাবে।
(৫) Account Invalid:- কোনো কৃষকের স্ট্যাটাসে Account Invalid দেখালে বুঝতে হবে, কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোন সমস্যা রয়েছে। সেই কৃষককে কৃষি দপ্তরে গিয়ে তা ঠিক করে আসতে হবে।
(৬) Transaction Success:- যদি কোনো কৃষকের Transaction Success এরকম স্ট্যাটাস শো করে, তবে বুঝতে হবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এরপর ব্যাঙ্কে গিয়ে টাকা তুলে আনা যাবে।
(৭) Transaction Failed:- যদি কোনো কৃষকের Transaction Failed এরকম স্ট্যাটাস শো করে, তবে বুঝতে হবে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে নি। কোনো সমস্যার কারণে তা ফেইল হয়ে গিয়েছে। এক্ষেত্রেও সেই কৃষককে কৃষি দপ্তরে গিয়ে যোগাযোগ করতে হবে।
• অনেক কৃষকের ক্ষেত্রে কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে Pending শো করবে। এর মানে বুঝতে হবে যে এখনও সেই কৃষকের ভেরিফিকেশন শুরু হয় নি।
পোষ্টটি ভালোলাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এরকম আরও তথ্য পেতে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।