টেক নিউজ

Digital Ration Card Download – এখন দুমিনিটে ডাউনলোড করুন ডিজিটাল রেশন কার্ড। রইলো বিস্তারিত পদ্ধতি

সময় যতো এগিয়েছে ততোই পৃথিবীর অন্যান্য দেশগুলির সাথে তাল মিলিয়ে ভারতেও ডিজিটালাইজেশন ক্রমাগত হারে তার সাম্রাজ্য বিস্তার করেছে। আর তাতেই ভারত সরকারের তরফে সমগ্র ভারতের সাধারণ মানুষের হাতে নানাবিধ প্রকল্প সহ যোজনা এবং স্কলারশিপ-এর সুবিধা পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন ধরনের অ্যাপ থেকে শুরু করে ওয়েবসাইট কার্যকরী করা হয়েছে। আর এবারে সমগ্র ভারতের সাধারণ মানুষের সুবিধার দিকটি মাথায় রেখে কেন্দ্রীয় সরকারের তরফে ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card Download) কার্যকর করা হলো।

ভারতের অন্যান্য রাজ্যের মতোই পশ্চিমবঙ্গের নাগরিকরাও ডিজিটাল রেশন কার্ড (Digital Ration Card Download) এর মাধ্যমে কোনোরকম ঝঞ্ঝাট ছাড়াই শুধুমাত্র নিজের ফোনে থাকা ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমেই রেশন তুলে নিতে পারবেন। এমনকী কেন্দ্রীয় সরকারের তরফে এও জানানো হয়েছে যে, food and supply department -এর তরফে কার্যকরী এই রেশন কার্ড আগামী দিনে ভারতীয় নাগরিকদের আইডেন্টিটি প্রুফ হিসেবে গণ্য করা হবে।

এছাড়াও প্রয়োজন অনুসারে এই রেশন কার্ডটিকে প্রিন্ট করে যেকোনোক্ষেত্রে নথি হিসেবে পেশ করতে পারবেন নাগরিকরা। এর পাশাপাশি আরও জানানো হয়েছে যে, যদি কোনো নাগরিকের রেশন কার্ড হারিয়ে যায় বা ছিঁড়ে যায় তবে সেক্ষেত্রেও সহায় হবে এই ডিজিটাল রেশন কার্ড। ডিজিটাল রেশন কার্ডকে রেশন কার্ডের বিকল্প হিসেবে কার্যকর করা সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের ভয় হবে দূর। দারুন কিছু পরামর্শ বিখ্যাত মাস্টারমশাই এর

স্বভাবতই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠেছে যে, কিভাবে এই রেশন কার্ড ডাউনলোড করা সম্ভব। আর নাগরিকদের এই সমস্ত প্রশ্নের উত্তরে জানিয়ে রাখি যে, ডিজিটাল রেশন কার্ড ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে পশ্চিমবঙ্গের ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in/food/ -এ যেতে হবে। পরবর্তীতে হোম পেইজে থাকা SERVICES AND CITIZEN’S CORNERS এর পাশে থাকা drop down arrow তে ক্লিক করলেই আপনার সামনে কতোগুলো অপশন আসবে।

বাড়িতে বসেই নিজের কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে, জেনে নিন।

এই অপশনগুলির মধ্যে থেকে আপনাকে e-Ration Card অপশনটিতে ক্লিক করতে হবে। উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি নতুন পেজ আসবে। ওই পেজের একেবারে শেষের দিকে থাকা Click to Download e-Ration Card অপশনটি ক্লিক করলেই আপনার সামনে পুনরায় একটি পেজ আসবে, যাতে আপনাকে আপনার রেশন কার্ড নম্বর সঠিকভাবে লিখতে হবে এবং রেশন কার্ডের ক্যাটাগরি বেছে নিতে হবে। এরপর search অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার নাম, রেশন কার্ড নম্বর সহ অন্যান্য তথ্যগুলি চলে আসবে। এই সমস্ত তথ্যের পাশে থাকা Download অপশনে ক্লিক করলেই আপনার ই-রেশন কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button