সরকারি প্রকল্প

Ration Card update: আপনার কি রেশন কার্ড রয়েছে, তবে এই গুরুত্বপূর্ণ খবরটি জেনে রাখুন, নইলে পড়তে হবে বিপদে

আপনি কী বিনামূল্যে রেশন পাওয়ার যোগ্য না হয়েও তা নিয়ে যাচ্ছেন? আর্থিকভাবে স্বচ্ছল হয়েও বিপিএল ক্যাটাগরির রেশন কার্ডগুলোর সুবিধা নিয়ে যাচ্ছেন? তাহলে ধরা পড়লে আপনার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে পারে সরকার। উল্লেখ্য, বহু মানুষই যোগ্য না হয়েও অসৎ উপায়ে গরীব-দুস্থ মানুষদের জন্য দেওয়া ফ্রি রেশন নিয়ে যাচ্ছেন। ফলে এরকম অসৎ মানুষদের জন্য সরকারের আরও অতিরিক্ত অর্থ খরচ হচ্ছে। সেইজন্যই সূত্রের খবর, এবার থেকে এইসব অসাধু ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে রাজ্য সরকার। তাই যদি আপনিও এইভাবে অন্যায়ভাবে রেশন নিয়ে যাচ্ছেন, তাহলে আজই নিজের রেশন কার্ড বাতিলের জন্য আবেদন করুন। বাড়িতে বসে অনলাইনেই ৫ মিনিটে এই কাজ করে নিতে পারবেন। এছাড়া আপনার পরিবারের কোনো ব্যক্তি মারা গেলে তার রেশন কার্ডও একই পদ্ধতিতে বাতিল করতে পারেন। তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক, নিজের বা পরিবারের অন্য কারোর রেশন কার্ড বাতিলের জন্য চালু করা অনলাইন আবেদন পদ্ধতিটি সম্পর্কে (Ration Card update)।

আবেদন করুন প্রধানমন্ত্রী কৃষি সিঞ্চাই যোজনায় এবং পেয়ে যান সেচের খরচের ১০০ শতাংশ ভর্তুকি

• কীভাবে নিজের বা পরিবারের কোনো সদস্যের রেশন কার্ড বাতিলের জন্য আবেদন করবেন?

(১) প্রথমে পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in -এ যাবেন।
(২) এবার RATION CARD অপশনে গিয়ে Surrender / Cancel existing ration card লিংকে ক্লিক করবেন।
(৩) এরপরে নিজের মোবাইল নম্বর ও OTP দিয়ে Proceed -এ ক্লিক করবেন।
(৪) তাহলে সম্পূর্ণ নতুন একটি পেজ খুলে যাবে এবং নিজের পরিবারের সদস্যদের নাম ও রেশন কার্ড ডিটেইলস দেখতে পাবেন।
(৫) এবার নীচের দিকে স্ক্রল করে Form 7 এর Apply Now অপশনে ক্লিক করবেন।
(৬) তারপরে আপনি নিজের বা আপনার পরিবারের যেই সদস্যের রেশন কার্ড বাতিল করতে চান তার নামের পাশে টিক দিবেন এবং কোন কারণে তা বাতিল করার জন্য আবেদন করছেন তা নীচের অপশনে গিয়ে উল্লেখ করে দেবেন।
(৭) ওয়েবসাইটটিতে বিভিন্ন কারণের অপশন আগে থেকেই দেওয়া রয়েছে। যেমন –
I/ my family is leaving West Bengal ( আমি / আমার পরিবার পশ্চিমবঙ্গ থেকে চলে যাচ্ছি )
I/ my family does not need subsidized ration anymore ( আমি / আমার পরিবারের সাবসিডাইজড রেশনের প্রয়োজন নেই)
The concerned family member has died ( পরিবারের সেই নির্দিষ্ট সদস্যটি মারা গিয়েছেন)
Others (অন্যান্য)
আপনি যেই কারণে রেশন কার্ডটি বাতিল করছেন সেই অপশনটি সিলেক্ট করবেন এবং নীচে চাইলে সাপোর্টিং ডকুমেন্টসও আপলোড করতে পারেন।
(৮) এরপর নীচের লেখাটিতে টিক দিয়ে Proceed অপশনে ক্লিক করবেন।
(৯) এবার Confirm your application -এ গিয়ে I certify that all the data…… -এই লেখাটিতে টিক দিয়ে নীচে Get OTP -তে ক্লিক করবেন।
(১০) তারপরে ওটিপি দিয়ে Submit OTP অপশনে ক্লিক করলেই আপনার রেশন কার্ড বাতিলের অনলাইন আবেদন সম্পন্ন হয়ে যাবে।

এই ব্যবসা ভালোমতো শুরু করলে মাসে সহজেই ১ লক্ষের বেশি ইনকাম করতে পারবেন

আপনি চাইলে আপনার আবেদনের স্ট্যাটাসও চেক করে নিতে পারেন। এরজন্য,

(১) পুনরায় পশ্চিমবঙ্গ খাদ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট food.wb.gov.in -তে যাবেন।
(২) এবার নীচের দিকে স্ক্রল করে SPECIAL SERVICES এর মধ্যে CHECK STATUS OF RATION CARD APPLICATION এই লেখাটিতে ক্লিক করবেন।
(৩) তারপরে যেই ফর্মটি ফিলআপ করেছেন সেটি (এক্ষেত্রে ফর্ম 7) সিলেক্ট করে আপনার মোবাইল নম্বর / অ্যাপ্লিকেশন নম্বর দিবেন এবং নীচে দেওয়া ক্যাপচা কোডটি হুবহু লিখে Search অপশনে ক্লিক করবেন।
(৪) তাহলেই আপনি নিজের আবেদনের স্ট্যাটাস দেখে নিতে পারবেন।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button