নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠেছে কি? এখনই দেখে নিন । Download new voter list of 2022
যারা নতুন করে অনলাইন অথবা অফলাইনে ভোটার কার্ডের জন্য আবেদন করেছেন তারা দেখে নিন এই তালিকায় আপনার নাম রয়েছে কিনা। এছাড়াও নামের বানান সহ আরও অন্যান্য তথ্যে ভুল রয়েছে কিনা তাও দেখে নিন।
নতুন তালিকায় ভোটারের সংখ্যা পূর্বের তুলনায় ১৬ লক্ষ ১৩ হাজার ৭২১ জন বেড়ে মোট ভোটারের সংখ্যা হয়েছে ৭,৪৩,০০,৮১০ জন। শতাংশের বিচারে নতুন ভোটার সংখ্যা খসড়ায় ছিলো ১.১২% , যা মূল তালিকায় বেড়ে হয়েছে ২.৩৮% । এরপর থেকে সমস্ত নির্বাচনগুলি এই নতুন তালিকা অনুযায়ী হবে। তালিকা থেকে ৫ লক্ষ ৪৬ হাজার ১৭৮ জন বাদ পড়েছেন বিভিন্ন কারণে।
• বাড়িতে বসেই নতুন ভোটার লিস্ট ডাউনলোড করবেন কিভাবে? Download new voter list of 2022
(১) সবার প্রথমে Chief Electoral Officer, West Bengal এর অফিশিয়াল ওয়েবসাইট ceowestbengal.nic.in এ যেতে হবে।
(২) এরপরে Special Summary Revision 2022 New অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর নতুন একটি পেজ খুলে যাবে। সেই নতুন পেজে Electoral Roll (Voter List) – 2022 লিংকে ক্লিক করতে হবে।
(৪) এরপর District Name অর্থাৎ জেলার নাম সিলেক্ট করতে হবে।
(৫) তারপর AC Name অর্থাৎ বিধানসভার নাম সিলেক্ট করতে হবে।
(৬) লাস্ট স্টেপে Polling Station Name খুঁজে নিয়ে তার পাশে Draft Roll অপশনে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন ২০২২ এর ভোটার কার্ডের নতুন তালিকা।
• অফিসিয়াল ওয়েবসাইট:- Link
• সরাসরি ভোটার লিস্ট ডাউনলোড লিঙ্ক:- Link
সমস্ত খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।