টেক নিউজ

নিজের মোবাইল দিয়ে নিজের আধারকার্ড ডাউনলোড করুন এক মিনিটে

Download your Aadhaar card in your mobile at home

 

Download%2Byour%2Badhar%2Bcard%2Bin%2Byour%2Bmobile%2Bat%2Bhome


বহুসময় এমন হয় আমাদের আধারকার্ডে কোনো ভুল থাকে এবং সেটি আমরা নির্দিষ্ট জায়গায় গিয়ে ঠিক করি, তারপর বহু সময় কেটে যাবার পরও আমাদের বাড়িতে আধার কার্ড পৌঁছায় না। ঠিক কি কারণে পৌঁছায় না এর পেছনে বিভিন্ন কারণ রয়েছে সেসব দিকে আমি যাচ্ছি না। আবার কখনো কখনো আধার কার্ড হারিয়ে যায় যার ফলে বিভিন্ন দরকারি কাজে আমরা বিপদে পড়ি। তবে আপনি কি জানেন খুব সহজে ঘরে বসে আপনার আধারকার্ডটির   সফট কপি আপনি ডাউনলোড করতে পারেন।

সেটা নিয়েই আজকের লেখা, সবার প্রথমে একটি ব্রাউজারে চলে যান, সেখানে টাইপ করুন UIDAI, তারপর প্রথম অপশনটি ক্লিক করুন। তারপর আপনার সাইটে আধারের অফিসিয়াল সাইট খুলে যাবে। মেইনপেজের খানিকটা নিচে Get Aadhaar বলে একটি অপশন পাবেন, তারমধ্যে চারনম্বর অপশনটি দেখতে পাবেন Download Aadhaar সেটিতে ক্লিক করুন।

আপনাদের সুবিধার্থে আমি সরাসরি ডাউনলোড পেজের লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওপরের প্রসেসটিও ফলো করতে পারেন। https://eaadhaar.uidai.gov.in/#/
এই লিঙ্কে ক্লিক করলে আপনি ডাউনলোড পেজে চলে আসবেন।

Screenshot 20210615 213637

এরপর আপনার কাছে আধার নাম্বার চাওয়া হবে, আধার নাম্বারের ঠিক নীচে থাকা ফাঁকা জায়গায় আপনি নিজের আধার নাম্বারটি বসান এবং নিচের ক্যাপচা কোর্ড দেখে ক্যাপচার ফাঁকা স্থানে বসিয়ে Get Otp তে ক্লিক করুন।


তারপর একটি নতুন পেজ খুলবে সেটাতে আপনার মোবাইলে আসা ৬ অঙ্কের ওটিপিটি বসান। অবশ্যই এই ওটিপির জন্য আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বারের লিঙ্ক থাকতে হবে। ওটিপি বসানোর পর নীচে থাকা দুটো অপশন ছবি দেকে ক্লিক করে ভেরিফাই এন্ড ডাউনলোডে ক্লিক করুন ব্যাস আপনার আধার কার্ডের সফট কপি আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে।

Screenshot 2021 0615 213954

পিডিএফ খুলতে গেলে আপনার কাছে পিন চাইবে, যে কোনো আধার কার্ডের পিন হলো সেই আধার কাডটি যার; তার নামের প্রথম চাররি অক্ষর এবং এবং তার জন্ম সালের চারটি সংখ্যা

কোনো অসুবিধা হলে নীচে থাকা কমেন্ট বক্সে কমেন্ট করুন এবং এরকমই আরো গুরুত্বপূর্ণ জিনিস জানতে আজই যুক্ত হন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে- whatsapp

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button