এবার থেকে ড্রপ আউট করা ছাত্র-ছাত্রীরাও আবেদন করতে পারবেন স্বামী বিবেকানন্দ স্কলারশিপে, নতুন আপডেট জেনে নিন
পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে ফর্ম পূরণের ক্ষেত্রে এক নতুন আপডেট আনা হয়েছে। যার কারণে আবেদনের ক্ষেত্রে আরও খানিকটা বেশি সুবিধা পেতে চলেছেন ছাত্র-ছাত্রীরা। যদিও বর্তমানে কেবলমাত্র একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের ফ্রেশ এবং রিনিউয়াল অ্যাপ্লিকেশন জমা নেওয়ার প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে। তবে এই নতুন আপডেটটি কার্যকরী করার ফলে কলেজ থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা খুশি। আর তাই আজ আমরা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটের এই নতুন আপডেট সংক্রান্ত সমস্ত তথ্য আলোচনা করতে চলেছি।
• চলুন তবে জেনে নেওয়া যাক স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ওয়েবসাইটে কি আপডেট আনা হয়েছে?
বিগত মাসে অর্থাৎ আগস্ট মাসের ১৭ তারিখে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদনের পোর্টাল কার্যকরী করা হয়েছে। কিন্তু আবেদনের ক্ষেত্রে নির্দেশিকার মারফত জানানো হয়েছিলো, যেসকল ড্রপআউট ছাত্র-ছাত্রীরা রয়েছেন, যারা বিগত বছরে কোনো কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য আবেদন করতে পারেননি, তারা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন না।
যার কারণে যথেষ্ট মুষড়ে পড়েছিলেন কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীরা। তবে এবারে কলেজ এবং বিশ্ববিদ্যালয় স্তরের ছাত্র-ছাত্রীদের আবেদনের জন্য যে পরিবর্তন আনা হয়েছে তার মাধ্যমে জানা গিয়েছে যে, বিগত বছরে কলেজ এবং বিশ্ববিদ্যালয়স্তরের যেসকল ছাত্র-ছাত্রীরা কোনো কারণে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের অনুদানের জন্য আবেদন করতে পারেনি অর্থাৎ ড্রপ আউট ছাত্র-ছাত্রীরা এবারে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কেবলমাত্র ২০২১ সালে যেসমস্ত ছাত্রছাত্রীরা আবেদন করতে পারেননি তারাই আবেদন করতে পারবেন।
তবে আবেদনের ক্ষেত্রে ড্রপ আউট ছাত্র-ছাত্রীদের বিগত বছরে আবেদন না করতে পারার যথাযথ কারণ প্রদর্শন করে যথাযথ নথি আপলোড করতে হবে। এছাড়াও বিগত বছরে আবেদন না করতে পারার কারণের সত্যতা যাচাইয়ের জন্য বর্তমানে শিক্ষার্থী যে প্রতিষ্ঠানে পাঠরত সেই প্রতিষ্ঠানের প্রধানকে দিয়ে ওই নথিটি অ্যাটেস্টেড করাতে হবে। তবেই ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের অনুদানের জন্য আবেদন করতে পারবেন।