Duare Sarkar – রাজ্য জুড়ে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, কোথায় কবে হবে দেখে নিন।
Duare Sarkar – এবারের দুয়ারে সরকার ক্যাম্পে কি কি পরিষেবা মিলবে? জানুন বিস্তারিত।
আবার রাজ্যে দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প শুরুর দিন ঘোষণা হলো। সামনেই মে মাসে পঞ্চায়েত ভোট অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যে। সেই নিয়ে তৎপরতা তুঙ্গে। একাধিক রাজ্য সরকারের প্রকল্প আটকে থাকলেও অনেক সময় ভোটের সময় মানেই অনেক সমস্যার সমাধান হয় একাধিক ক্ষেত্রে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সূচনা হয় এই দুয়ারে সরকার থেকেই।
এবারের দুয়ারে সরকার (Duare Sarkar) একটু হলেও বেশি গুরুত্ব পাবে কারণ অনেক নিয়ম পাল্টাচ্ছে প্রকল্প গুলির। রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী পঞ্চায়েত ভোটের আগে আরেকবার দুয়ারে সরকার বসবে। সেখানে সরকারের সব ধরনের প্রকল্পের সুবিধাও এবারে দেওয়া হবে। যেমন লক্ষীর ভান্ডার প্রকল্পে একগুচ্ছ পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার।
লক্ষ্মীর ভান্ডার নিয়ে বড় খবর, এমনটা হবে কেউ ভাবতেই পারেনি।
লক্ষীর ভান্ডার প্রকল্পে যাদের অ্যাকাউন্ট আছে তাদের আধার প্যান বাধ্যতামূলক হয়ে পড়েছে যুক্ত করার। এর আগে যেসকল মহিলা জয়েন্ট অ্যাকাউন্টের মাধ্যমে টাকা পেত তারা আর টাকা পাবেনা। তাই এই কাজগুলি করে লক্ষীর ভান্ডার অ্যাকাউন্টগুলিকে দুয়ারে সরকারে (Duare Sarkar) গিয়ে আপডেট করে নিন। বার্ধক্যভাতার ক্ষেত্রেও একইভাবে নিয়ম পাল্টেছে কিছু।
ব্যাঙ্কের অ্যাকাউন্টের আপডেট না করলে তাদের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবেনা আগে পেলেও তারা। যেমন স্বাস্থ্য সাথী প্রকল্প রাজ্য সরকারের আর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। বেশ কিছু হসপিটাল ছিল যারা স্বাস্থ্য সাথী কার্ডে ছাড় দিচ্ছিলনা রাজ্য সরকার সেই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিয়েছে তাদের এমনকি তাদের লাইনেন্স বাতিলও হতে পারে।
পশ্চিমবঙ্গের বিভিন্ন স্কলারশিপ পোগ্রাম আছে ছাত্রদের জন্য যেমন স্টুডেন্ট লোন এখানে একজন ছাত্রকে দশ লাখ অবধি সরকার দেয় অতি কম সুদে। এই ডকুমেন্টের কাজ আপনি দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্পে আবার গিয়ে শুরু করতে পারেন। সরকার চাইবে সাধারণ মানুষের যেকোনো ধরনের ছোটোখাটো সমস্যাকে ভোটের আগে মিটিয়ে দিতে। যাতে মানুষের মনে কোনো ক্ষোভ না থাকে।
আগামী মাস থেকে বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন না, যদি না করেন এই কাজ।