৩৯৯ টাকায় মিনি কুলার! ফাঁদে পা দিলেই পয়সা ভ্যানিশ।
এই সময় ফেসবুক স্ক্রল করতে করতে বা ইউটিউবের ভিডিও দেখতে দেখতে হঠাৎ চোখের সামনে সচরাচর একটি মিনি কুলারের অ্যাড আসছে, অ্যাডে ছোট্ট করে একটি আকর্ষনীও কুলারের ছবি এবং ছবির নীচে ৩৯৯ লেখা। অর্থাৎ মাত্র ৩৯৯ টাকায় অসাধারণ এই কুলার।
এই গরমে অনেকেই ৩৯৯ টাকার বদলে এরকম একটি আরামদায়ক গ্যাজেট পেয়ে, অর্ডার দিয়ে ফেলেন এবং তার পরের মুহুর্তেই ঘটে বিপত্তি। আপনার অ্যাকাউন্ট থেকে ৩৯৯ টাকা কেটে নেবার পরও আপনার বাড়িতে পৌঁছায় না পার্সেল। এই ঘটনা বহু মানুষের সঙ্গে হয়েছে।
ওয়েবসাইটটির নাম lacasha.com সাইটটিকে ঢুকলেই আপনি দেখতে পাবেন প্রায় আসল দামের ৩ ভাগের ১ ভাগ দামে সমস্ত জিনিস বিক্রি করছে। এই সাইটে আপনি পাবেন ঘরের যাবতীয় আসবাবপত্র, মিনি কুলার, জুয়েলারি, কুর্তি, শাড়ী, খেলনা, মোবাইলের কভার ইত্যাদি।
আপনি যদি এই সাইটে অর্ডার দেন তবে, খুব সাধারণ পদ্ধতিতে সমস্ত প্রসেস সম্পন্ন হয়, টাকা কাটানোর পর আপনার কাছে কোনো রকমের কনফার্ম মেইল পাঠানো হয় না, আপনি চাইলে তাদের সঙ্গে যোগাযোগও করতেও পারবেন না কারন সাইটে কোনো রকম যোগাযোগের মাধ্যম দেওয়া নেই।
তাই সাবধান হোন, বিশ্বস্ত ই-কমার্স সাইট থেকেই শুধু জিনিস কিনুন। তাড়াহুড়ো করে নিজের বিপদ নিজে ডেকে আনবেন না।