ব্যবসা-বানিজ্য

Paytm এর Service Agent Id এর মাধ্যমে আয় করুন ৩০,০০০ পর্যন্ত, কিভাবে পাবেন এই আইডি জেনে নিন।

সময়ের সাথে তাল মিলিয়ে ভারতে ক্রমাগত বেকারত্ব বাড়ছে, আর এই পরিস্থিতিতে কর্মসংস্থানের কোনো সুযোগ ছাড়তেই রাজি নন ভারতের যুবসমাজ। একদিকে যেমন সরকারি হোক কিংবা বেসরকারি উভয়ক্ষেত্রেই চাকরি পাওয়া নিয়ে যুবসমাজ রীতিমতো হাঁপিয়ে উঠেছে, অন্যদিকে ঠিক তখনই যুবসমাজের জন্য নয়া চাকরির হদিশ নিয়ে হাজির পেটিএম (Paytm)।

তবে অন্যান্য সরকারি কিংবা বেসরকারি ক্ষেত্রের মত Paytm এ কোনো ধরাবাঁধা নিয়মের চাকরি নয়, Paytm সমগ্র ভারতের যুব সমাজকে তাদের নিজস্ব সময় মতো চাকরির সুযোগ করে দিচ্ছে। আর আপনি নিজের সময় মতো কাজ করে প্রত্যেক মাসে Paytm থেকে ত্রিশ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। কিন্তু আপনি কি জানেন কিভাবে আপনি এই সুবর্ণ সুযোগ কাজে লাগাবেন? যদি না জেনে থাকেন তবে আজকের এই খবরটি আপনার জন্য।

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে Paytm এর মারফত আপনারা টাকা ইনকাম করতে পারবেন ?
Paytm এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, Paytm সমগ্র দেশের যুবসমাজকে Service Agent Id দিচ্ছে। আর এই আইডি ব্যবহার করেই আপনি প্রতি মাসে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।

আপনার জেলায় কবে Duare Sarkar ক্যাম্প অনুষ্ঠিত হবে, জেনে নিন মাত্র ২ মিনিটে

কিভাবে আপনি Paytm এর মারফত উপার্জন করতে পারবেন?
Service Agent Id এর জন্য আবেদন করার পর আপনি যদি সার্ভিস এজেন্ট হতে পারেন তবে আপনি আপনার সময়মতো Paytm এর অন-বোর্ডিং দোকানদারদের দোকানের সামনে QR কোড, সাউন্ড বক্স, কার্ড মেশিনের মত মেশিন লাগিয়ে উপার্জন করতে পারবেন। এর পাশাপাশি গ্রাহকদের জন্য মোবাইলের রিচার্জ, বিদ্যুৎ বিল জমা দেওয়া, ট্রেন, বাস, ফ্লাইটের টিকিট বুকিং কিংবা হোটেলের রুম বুকিং করার মাধ্যমে আপনি paytm এর থেকে কমিশন রূপে যথেষ্ট টাকা উপার্জন করতে পারবেন।

Paytm এর Service Agent হওয়ার ক্ষেত্রে কি কি যোগ্যতা প্রয়োজন?
১. আবেদনকারীর বয়স অবশ্যই ১৮ কিংবা তার বেশি হতে হবে।
২. নিজস্ব মোবাইল থাকতে হবে।

Paytm এর Service Agent হওয়ার জন্য কিভাবে আবেদন করবেন?
১. এর জন্য প্রথমেই আপনাকে Paytm এর অফিসিয়াল ওয়েবসাইট https://paytm.com/psa -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজে থাকা Get an Opportunity to Earn with Paytm এর অধীনে থাকা Apply now অপশনে ক্লিক করতে হবে।
৩. তারপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ এবং ইমেইল অ্যাড্রেস সহ অন্যান্য প্রয়োজনীয় তথ্যাবলী লিখে Submit অপশনে ক্লিক করতে হবে।
সাবমিট বাটনে ক্লিক করলেই Paytm এর তরফে আপনাকে বাকি প্রক্রিয়া সম্পর্কে জানিয়ে দেওয়া হবে।

আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আধার কার্ড
২. আবেদনকারীর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button