চাকরির পরীক্ষা

মাধ্যমিক পাশে ভারতীয় পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ । Eastern Railway Apprentice Recruitment 2022

আপনি কি সরকারি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। ভারতীয় পূর্ব রেলে যথা হাওড়া, লিলুয়া, শিয়ালদহ, কাঁচরাপাড়া, মালদা, আসানসোল, জামালপুর ডিভিশনে অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদন শুরুর তারিখ:- ১১ ই এপ্রিল, ২০২২
• আবেদনের শেষ তারিখ:- ১০ ই মে, ২০২২

(ক) পোস্টের নাম:- অ্যাক্ট অ্যাপ্রেন্টিস।
• শূন্যপদ:- এই পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা ২৯৭২ টি

• হাওড়া ডিভিশনে- ৬৫৯ টি
• লিলুয়া ডিভিশনে- ৬১২ টি
• শিয়ালদহ ডিভিশনে- ২৯৭ টি
• কাঁচরাপাড়া ডিভিশনে- ১৮৭ টি
• মালদা ডিভিশনে- ১৩৮ টি
• আসানসোল ডিভিশনে- ৪১২ টি

• বয়স:- এই পদের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৫-২৪ বছরের মধ্যে। বয়স হিসেব করতে হবে ১০ ই মে, ২০২২ তারিখের পরিপ্রেক্ষিতে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সের ছাড় পাবে।

• যে যে ট্রেডে অ্যাক্ট অ্যাপেন্ডিস নিয়োগ করা হবে সেগুলি হলো:-
ট্রেডের নাম:- ফিটার, ওয়েল্ডার,Mech (MV), Mech (Dsl.), মেশিনিস্ট, কার্পেন্টার, পেইন্টার, লাইনম্যান (জেনারেল), ওয়ারম্যান, Ref. & AC Mech, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স, টার্নার, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সিভিল ইঞ্জিনিয়ারিং।

• ট্রেডভিত্তিক ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা প্রয়োজন। সেগুলি হলো:-

° ট্রেডের নাম:- ওয়েল্ডার, শিট মেটাল ওয়ার্কার, লাইনম্যান, ওয়ারম্যান, কার্পেন্টার, পেইন্টার।
শিক্ষাগত যোগ্যতা:- এই ট্রেডগুলির ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে। তার সাথে NCVT/SCVT স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড (ITI) সার্টিফিকেট থাকতে হবে।

° ট্রেডের নাম:- ফিটার, Mech (MV), Mech (Dsl.), মেশিনিস্ট, Ref. & AC Mech, ইলেকট্রিশিয়ান, মেকানিক মেশিন টুল মেইনটেন্যান্স, টার্নার, রিফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং, সিভিল ইঞ্জিনিয়ারিং।
• শিক্ষাগত যোগ্যতা:- এই ট্রেডগুলির ক্ষেত্রে প্রার্থীকে কমপক্ষে মাধ্যমিক পাশ হতে হবে। তার সাথে NCVT/SCVT স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ট্রেডের ন্যাশনাল ট্রেড (ITI) সার্টিফিকেট থাকতে হবে।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। ভারতীয় পূর্ব রেলওয়ের এর অফিশিয়াল ওয়েবসাইট https://er.indianrailways.gov.in এ গিয়ে আবেদন করতে হবে।

• আবেদন ফি:- জেনারেল/OBC প্রার্থীদের ক্ষেত্রে আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। SC/ST/PWD প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।

• নিয়োগ পদ্ধতি:- অষ্টম শ্রেণী/ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নাম্বার এবং ITI এই প্রাপ্ত নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button