চাকরির পরীক্ষা

TET Update: ফের বদল ঘটলো প্রাথমিক টেট পরীক্ষায় বসার যোগ্যতার, জেনে নিন কারা দিতে পারবে টেট পরীক্ষা

পূর্বের নিয়োগ সংক্রান্ত দুর্নীতি এবং নানান আইনী জটিলতার মাঝেই ২০১৭ সালের পর দীর্ঘ ৫ বছর বাদে আবারও রাজ্যে প্রাথমিক টেট পরীক্ষা অনুষ্ঠিত হতে চলেছে যা নিঃসন্দেহে রাজ্যের চাকরিপ্রার্থীদের কাছে একটি সুখবর, বিশেষ করে যারা শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকতে চান তাদের জন্য তো বটেই।

গত ২৯ শে সেপ্টেম্বর, ২০২২ এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ এর (TET Update)। ইতিমধ্যেই চলতি মাসের ১৪ তারিখ অর্থাৎ ১৪ ই অক্টোবর থেকে শুরু হয়ে গিয়েছে প্রাথমিক টেট পরীক্ষার আবেদন প্রক্রিয়া, যা চলবে ৩ রা নভেম্বর পর্যন্ত। আবেদন শুরু হওয়ার পর থেকেই রাজ্যের হাজার হাজার চাকরিপ্রার্থী ফর্ম ফিল আপ করেছে। এই পরীক্ষায় বসার জন্য মুখিয়ে রয়েছে রাজ্যের বিপুল সংখ্যক চাকরিপ্রার্থী। তবে পরীক্ষাটিতে বসার জন্য নির্দিষ্ট কিছু যোগ্যতা প্রয়োজন। গত ২৯ শে সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদ একাধিকবার বদল এনেছে প্রাথমিক টেট পরীক্ষায় বসার যোগ্যতার। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে প্রাথমিক টেট পরীক্ষায় বসার জন্য প্রয়োজনীয় যোগ্যতায় ফের বদল আনা হলো।

পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে গত ১৭ ই অক্টোবর নতুন নির্দেশিকা অর্থাৎ বিজ্ঞপ্তি জারি করে বদল আনা হলো প্রাথমিক টেট পরীক্ষার পরীক্ষার্থীদের যোগ্যতার। নির্দেশিকাটির মেমো নম্বর- 1649/WBBPE/2022, বিজ্ঞপ্তিটিতে বলা হয়েছে যে, বিএড প্রশিক্ষণপ্রাপ্ত অনার্স গ্র্যাজুয়েটদের মধ্যে যাদের স্নাতক স্তরে অনার্স পেপার এবং পাশের পেপার মিলিয়ে সামগ্রিকভাবে নূন্যতম ৫০% নম্বর রয়েছে তারাই কেবলমাত্র প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ -এ আবেদন করতে পারবে এবং পরীক্ষা দিতে পারবে।

শুরু হচ্ছে স্নাতক ও স্নাতকোত্তর স্তরে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন প্রক্রিয়া, বিস্তারিত জেনে নিন।

এর আগেও একাধিকবার নানানরকম বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিলো পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে। গত ১২ ই অক্টোবর, ২০২২ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয় কোনো পরীক্ষার্থী যদি এই বছরও NCTE স্বীকৃত যেকোনো D.El.Ed অথবা B.Ed কোর্সে নাম নথিভুক্ত করে থাকে তবুও সে এবছর প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ দিতে পারবে।

এরপরেই ১৩ ই অক্টোবর, ২০২২ আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে বলা হয়, সংরক্ষিত প্রার্থীরা অর্থাৎ SC/ST/OBC (A & B)/EWC/Ex-serviceman/PH/DH শ্রেণীভুক্ত প্রার্থীরা উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশনে নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় পাবে। অর্থাৎ উচ্চমাধ্যমিক ও গ্র্যাজুয়েশনে ৪৫% নম্বর থাকলেই তারা প্রাথমিক টেট পরীক্ষা ২০২২ -এ বসতে পারবে।

Written by Mukta Teyasa

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button