West Bengal Schemes: জুলাই মাসে কৃষকদের দেওয়া হবে এই দশটি প্রকল্পের টাকা, কোন কোন প্রকল্প জেনে নিন
আপনি কি একজন কৃষক? তবে এই খবরটি আপনার জন্য। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আওতায় থাকা কৃষকদের জন্য রয়েছে দারুণ এক সুখবর। এই জুলাই মাসেই কৃষকরা পেয়ে যাবেন ১০টি উল্লেখযোগ্য প্রকল্পের অনুদান (West Bengal Schemes)। আর এই প্রকল্পগুলির আওতায় কৃষকরা ৫০০ টাকা থেকে ১,০০,০০০ টাকা পর্যন্ত অনুদান পেয়ে যেতে পারেন। আজ আমরা আলোচনা করবো কোন প্রকল্পে টাকা পাবেন কৃষকরা, কোন প্রকল্প থেকে কৃষকরা সর্বোচ্চ কতো টাকা পেতে পারেন ইত্যাদি প্রয়োজনীয় তথ্যগুলি।
• চলুন তবে দেখে নেওয়া যাক এই প্রকল্পগুলি কি কি:-
১. কৃষক আত্মা প্রকল্প:- এই প্রকল্পে আধুনিক যন্ত্রপাতি ব্যবহার, উন্নতমানের বীজ ও সার ব্যবহারের মাধ্যমে ফসলের ফলন বৃদ্ধি করার জন্য কৃষকদের সাহায্য করা হয়ে থাকে। কেন্দ্র ও রাজ্য সরকারের তরফে যৌথভাবে এই প্রকল্পে কৃষকদের অনুদান দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা ৫০০ টাকা থেকে সর্বোচ্চ ১,০০,০০০ টাকা পেতে পারেন। মনে করা হচ্ছে, এই জুলাই মাসেই কৃষকরা এই প্রকল্পের অনুদান পেয়ে যাবেন।
২. কৃষক বার্ধক্য ভাতা:- সাধারণত যে সকল কৃষকদের বয়স অত্যন্ত বেশি এবং কৃষিকাজ করতে পারেন না, তারা এই প্রকল্পের অধীনে আর্থিক সহায়তা পেয়ে থাকেন। পশ্চিমবঙ্গ সরকারের তরফে কৃষকদের এই অনুদান দেওয়া হয়ে থাকে। এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা ১০০০ টাকা করে অনুদান পেয়ে থাকেন। বিভিন্ন রিপোর্ট থেকে মনে করা হচ্ছে জুলাই মাসে কৃষক বার্ধক্য ভাতার টাকা পাবেন কৃষকরা।
বাংলার শস্যবীমা প্রকল্পে আবেদন করুন, ফসল নষ্ট হলে ক্ষতিপূরণ পেয়ে যাবেন
৩. কিষাণ মানধন যোজনা:- যে সকল কৃষকদের বয়স ৬০ এর ঊর্ধ্বে তারা এই কিষাণ মানধন যোজনার অধীনে প্রতি মাসে ৩০০০ টাকা করে পেয়ে থাকেন। ১৮ থেকে ৪০ বছর বয়স পর্যন্ত কৃষকরা এই প্রকল্পে আবেদন করতে পারেন এবং পরবর্তীতে ৬০ বছর বয়স হলে তারা এই পেনশন পান। এই জুলাই মাসে এই প্রকল্পের অধীনে থাকা কৃষকরাও তাদের পেনশন পাবেন।
৪. কিষাণ ক্রেডিট কার্ড:- এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা কৃষিকাজের জন্য সর্বোচ্চ ৩ লাখ টাকা পর্যন্ত পেয়ে যেতে পারেন। যদিও এই টাকার পরিমাণ কৃষকদের জমির পরিমাণ এবং কিষাণ ক্রেডিট কার্ডের ক্রেডিট লিমিটের ওপর নির্ভর করছে। যারা এই প্রকল্পের আওতায় অনুদানের জন্য আবেদন করেছিলেন তারাও এই জুলাই মাসে এই প্রকল্পের অনুদান পেয়ে যাবেন।
৫. Paddy Purchase:- এই প্রকল্পে কৃষকরা সরকারকে ধান বিক্রি করে যথেষ্ট টাকা পেয়ে যেতে পারেন। যদিও এই টাকার পরিমাণ নির্ভর করছে কৃষকদের ধানের পরিমাণের ওপর। যেসকল কৃষকরা জুন মাসে ধান বিক্রি করেছিলেন কিংবা যারা জুলাই মাসে ধান বিক্রি করবেন তারা এই জুলাই মাসেই টাকা পেয়ে যাবেন।
আবেদন করুন টাটা ক্যাপিটাল পাঙ্খ স্কলারশিপে এবং পেয়ে যান বাৎসরিক ৫০,০০০ টাকা
৬. বাংলা শস্য বীমা:- প্রাকৃতিক দুর্যোগের কারণে যে সকল কৃষকদের ফসল নষ্ট হয়েছে তাদের এই বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় পশ্চিমবঙ্গ সরকারের তরফে ওই নষ্ট হওয়া ফসলের ভর্তুকি হিসেবে টাকা দেওয়া হয়। এই টাকার পরিমাণ নির্ভর করছে কৃষকদের নষ্ট হওয়া ফসলের ওপর। মনে করা হচ্ছে, এই জুলাই মাসেই এই প্রকল্পের টাকা দেওয়া হয়ে।
৭. কৃষি যন্ত্রায়ন:- এই প্রকল্পে কৃষকদের কৃষিকাজে প্রয়োজনীয় বিভিন্ন যন্ত্রপাতির অর্ধেক মূল্য সরকারের তরফে প্রদান করা হয়। প্রথমে কৃষকদের যন্ত্রের সম্পূর্ণ মূল্য দিয়ে সেগুলি কিনতে হয় এরপর যন্ত্রের অর্ধেক মূল্য সরকারের তরফে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করা হয়। এই জুলাই মাসেই কৃষকরা এই প্রকল্পের টাকা পাবেন বলে মনে করা হচ্ছে।
৮. বাংলা কৃষিসেচ যোজনা:- এই যোজনার মাধ্যমে বাংলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সেচকার্যে প্রয়োজনীয় সেচ যন্ত্রাংশ কেনার জন্য পশ্চিমবঙ্গ সরকারের তরফে টাকা প্রদান করা হয়ে থাকে। কৃষকরা এই প্রকল্পের অধীনে ২০,০০০ থেকে সর্বোচ্চ ৭০,০০০ টাকা প্রদান করা হয়ে থাকে। বিভিন্ন রিপোর্ট অনুসারে বাংলা কৃষিসেচ যোজনার অধীনেও কৃষকরা এই জুলাই মাসেই তাদের টাকা পাবেন।
প্রধানমন্ত্রী আবাস যোজনার আবেদন করুন এই পদ্ধতিতে এবং পেয়ে যান ১,৪০,০০০ টাকা
৯. কৃষকবন্ধু প্রকল্প:- এই প্রকল্পে কৃষকদের তাদের প্রয়োজনীয় সার, বীজ, কীটনাশক এবং কৃষিকাজে প্রয়োজনীয় অন্যান্য জিনিস কেনার জন্য টাকা দেওয়া হয়ে থাকে। জমির পরিমাণের ওপর ভিত্তি করে কৃষকদের ২০০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত দেওয়া হয়ে থাকে এই প্রকল্পে। মনে করা হচ্ছে, এই জুলাই মাসেই কৃষকবন্ধু প্রকল্পের ভাতা পাবেন কৃষকরা।
১০. কৃষকবন্ধু প্রকল্প (ডেথ বেনিফিট):- ১৮ থেকে ৬০ বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবার বা আইনসম্মত উত্তরাধিকারী যদি এই প্রকল্পের জন্য আবেদন করেন তাহলে ওই পরিবারকে সরকারের তরফে
এককালীন ২ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে। বিভিন্ন রিপোর্ট অনুসারে এই জুলাই মাসেই এই প্রকল্পের আওতায় থাকা কৃষকরা টাকা পাবেন বলে মনে করা হচ্ছে।
এইরকম সরকারি প্রকল্প সংক্রান্ত আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।