FD Interest Rate – FD তে 9.25% সুদ, ব্যাংকের এই স্কীমে টাকা রাখুন আর নিশ্চিত ভবিষ্যৎ গড়ে তুলুন।
Best FD Interest Rate 2023
পৃথিবী জুড়ে শুরু হয়েছে আর্থিক মন্দা (FD Interest Rate)। বড় বড় কম্পানীদের কর্মী ছাঁটাই থেকে দেউলিয়া হওয়া ব্যাঙ্ক, কর্মহীন সাধারণ মানুষের দিশেহারা অবস্থা। ২০২২ সালেই মুদ্রাস্ফীতি রিজার্ভ ব্যাংকের ঠিক করে দেওয়া ৬ শতাংশকে পার করে ফেলেছে। অর্থাৎ ভারতীয় মুদ্রা বার্ষিক ৬ শতাংশের বেশী হারে মূল্য হারাচ্ছে। ফেব্রুয়ারি মাস থেকে রেপো রেট ৬.৫ শতাংশে দাঁড়িয়েছে এবং রিভার্স রেপো রেট ৩.৭৫ শতাংশ।
ফিক্সড ডিপোজিটে ব্যাঙ্কগুলি তাদের সুদের হার বৃদ্ধি (FD Interest Rate) করেছে আমানতকারীদের জন্য। ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ঘোষণা করেছে ১০০১ দিনে ৯.৫০ শতাংশ সুদ দেবে তাদের আমানতকারীদের। ঘোষণা অনুযায়ী ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ৭ থেকে ১৪দিনের ফিক্সড ডিপোজিটে ৪.৫০ শতাংশ সুদ দেবে। তাদের ব্যাঙ্কে ১৫থেকে ৪৫দিন রাখলে৪.৭৫ শতাংশ সুদ পাওয়া যাবে।
এই ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে যে কোন বিনিয়োগে পান ডবল মুনাফা।
ইউনিটি স্মল ফাইন্যান্স ব্যাঙ্ক ১০০২ দিন থেকে ৫ বছর পর্যন্ত মেয়াদের সুদের হার ৭.৬৫ শতাংশ ঠিক করেছে। ৬১দিন থেকে ৯০ দিনের মধ্যে ফিক্সড ডিপোজিট করলে ৫.৫০ শতাংশ পাওয়া যাবে সুদ। ১৮১ -২০১ দিনে ৮. ৭৫ শতাংশ সুদ দেবে এবং ৪৬ থেকে ৬০ দিন ৫.২৫ শতাংশ রিটার্ন পাওয়া যাবে। আর যদি আপনি ১৮১ দিন থেকে ২০১ দিন পর্যন্ত এবং ৫০১ দিনের মধ্যে করেন যেখানে ৯.২৫ শতাংশ সুদ পান সেখানে যারা ব্যাঙ্কের নিয়মিত গ্রাহক তারা ৮.৭৫ শতাংশ সুদ পাবেন।
এই ব্যাঙ্কট যে কোনো বড়ো ব্যাঙ্ক এমনকি পোস্ট অফিসকেও টেক্কা দিচ্ছে তাদের সুদের হারে। তারা পাঁচ থেকে দশ বছরের জন্য সিনিয়র সিটিজেনদের ৭.৫০ শতাংশ আর ষাটের নীচে সাধারণ গ্রাহকদের জন্য ৭ শতাংশ সুদের হার দেবে। দেশের সব থেকে বড়ো ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কেও এই পরিমাণ ফিক্সড ডিপোজিটে টাকা দেয়না এমনকি সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে। তাই এই ব্যাঙ্কে একটা অ্যাকাউন্ট খুলে ফিক্সড ডিপোজিট করতেই পারেন। মিউচুয়াল ফান্ডের হারে প্রায় রিটার্ন পাবেন।
বর্তমানে PPF, NSC এর চেয়ে অনেক বেশি সুদ দিচ্ছে ব্যাংকের এই স্কীমে টাকা রাখলে, টাকা থাকবে সুরক্ষিত।