Pradhan Mantri Awas Yojana List: প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে আপনি অনুদান পেতে চলেছেন কিনা জেনে নিন মাত্র ২ মিনিটে
সমগ্র ভারতের নাগরিকদের জন্য রয়েছে দারুণ সুখবর। ভারতের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র, পিছিয়ে পড়া জনজাতির গৃহহীন নাগরিকদের পাকাবাড়ি প্রদান করার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে কেন্দ্র সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনা চালু করা হয়েছিলো। আর ইতিমধ্যেই ২০২২ সালে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে কারা ঘর পেতে চলেছেন তার লিস্ট প্রকাশ করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। আর আজ আমরা আপনাদের সুবিধার্থে এই পোস্টে আলোচনা করতে চলেছি এই যোজনায় যারা আবেদন করেছিলেন তারা কোন পদ্ধতিতে দেখতে পাবেন তারা বাড়ি নির্মাণের জন্য অনুদান পাবেন কিনা (Pradhan Mantri Awas Yojana List)।
• চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা বাড়িতে বসেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অনুদান পেয়েছেন কিনা তা দেখতে পাবেন:-
প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে অনুদান প্রদানের সুবিধার খাতিরে প্রধানমন্ত্রী আবাস যোজনাকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে, যথা:- প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ (PMAYG) এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা শহর (PMAYU)।
প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে কারা অনুদান পেয়েছেন সেই সমস্ত ব্যক্তিদের নামের লিস্ট দেখার পদ্ধতি:-
১. এর জন্য সর্বপ্রথম আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অফিসিয়াল ওয়েবসাইট https://pmayg.nic.in/netiay/home.aspx# -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজে থাকা মেনু অপশনে ক্লিক করলেই আপনার সামনে অনেকগুলি অপশন আসবে। ওই সকল অপশনগুলির মধ্যে থেকে আপনাকে Awaassoft অপশনটি নির্বাচন করতে হবে।
৩. উপরোক্ত অপশনটি নির্বাচন করলে আপনার সামনে আবারও অনেকগুলি অপশন আসবে তার মধ্যে থেকে আপনাকে Reports অপশনটি বেছে নিতে হবে।
৪. এরপর আপনার সামনে একটি নতুন পেজ আসবে। এই পেজের একেবারে নিচের দিকে আপনি Social Audit Reports এর অধীনে Beneficiary details for verification নামক একটি অপশন পাবেন। এই অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে।
৫. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে আপনাকে আপনার রাজ্য, জেলা, ব্লক, পঞ্চায়েত, কত সালের লিস্ট দেখতে চাইছেন সেই সাল এবং স্কিম (স্কিমের ক্ষেত্রে অবশ্যই প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ নির্বাচন করবেন) সঠিকভাবে বেছে নিতে হবে। এরপর ক্যাপচা কোডটি পূরণ করে submit অপশনে ক্লিক করলেই আপনার সামনে আপনার এলাকায় যে সমস্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের অধীনে ঘর নির্মাণের অনুদান পেতে চলেছেন তাদের লিস্ট চলে আসবে। আপনি পিডিএফ ফাইলটি ডাউনলোড করলেই দেখে নিতে পারবেন সেই লিস্টে আপনার নাম রয়েছে কিনা।
• প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে কারা পাকা বাড়ি পেতে চলেছেন তাদের নামের তালিকা দেখার পদ্ধতি:-
১. এজন্য প্রথমেই আপনাকে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অফিসিয়াল ওয়েবসাইট https://pmaymis.gov.in/Open/Find_Beneficiary_DETails.aspx -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজে থাকা Search Beneficiary অপশনের অধীনে থাকা নির্দিষ্ট স্থানটিতে আপনার আধার নম্বরটি সঠিকভাবে লিখে show অপশনে ক্লিক করলেই আপনি দেখতে পাবেন প্রধানমন্ত্রী আবাস যোজনা শহরের অধীনে আপনি পাকা বাড়ি নির্মাণের অনুদান পেতে চলেছেন কিনা।
এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।