সরকারি প্রকল্প

আপনার জেলায় কবে Duare Sarkar ক্যাম্প অনুষ্ঠিত হবে, জেনে নিন মাত্র ২ মিনিটে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের সাধারণ মানুষের জন্য যেসমস্ত সুবিধাগুলি কার্যকরী করা হয়েছে সেই সুবিধাগুলি যাতে সাধারণ মানুষের কাছে সঠিকভাবে পৌঁছাতে পারে তার জন্য দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প কার্যকরী করা হয়েছিলো। আর ইতিমধ্যেই জানা গিয়েছে যে, পুজোর ঠিক পরে অর্থাৎ আগামী নভেম্বর মাসে পশ্চিমবঙ্গ জুড়ে দুয়ারে সরকারের ক্যাম্প অনুষ্ঠিত হতে চলেছে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুসারে, আগত নভেম্বর মাসের ১ তারিখ অর্থাৎ ১ লা নভেম্বর থেকেই এই দুয়ারে সরকারের ক্যাম্প করে অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে।

তবে আপনি কি জানেন আপনার জেলাতে কবে দুয়ারের সরকারের ক্যাম্পের আয়োজন করা হবে? আপনি যদি না জেনে থাকেন তবে এখন বাড়িতে বসেই মাত্র ২ মিনিটে জেনে নিতে পারবেন আপনার জেলায় কবে থেকে দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হবে। আর কিভাবে আপনারা বাড়িতে বসেই আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পের সমস্ত তথ্য জানতে পারবেন।

রাজ্যজুড়ে কতোদিন পর্যন্ত দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হবে?
রাজ্য সরকার পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুসারে জানা গিয়েছে যে, ১লা নভেম্বর থেকে শুরু করে ৩০শে নভেম্বর পর্যন্ত সমস্ত রাজ্যের বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের ক্যাম্প আয়োজন করা হবে। এর পাশাপাশি ১লা নভেম্বর থেকে ১৫ই নভেম্বর পর্যন্ত পাড়ায় সমাধান ক্যাম্পেরও আয়োজন করা হবে।

দুয়ারে সরকারের ক্যাম্পে কি কি সুবিধা পাওয়া যাবে?
রাজ্য সরকারের তরফে আয়োজিত দুয়ারে সরকারের এই ক্যাম্পগুলিতে আপনারা খাদ্যসাথী প্রকল্প, স্বাস্থ্যসাথী প্রকল্প, কিষাণ ক্রেডিট কার্ড, মৎস্যজীবী ক্রেডিট কার্ড, সামাজিক সুরক্ষা যোজনা, লক্ষীর ভান্ডার, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ঐক্যশ্রী প্রকল্প, কন্যাশ্রী প্রকল্প, রূপশ্রী প্রকল্প, জয় জোহার, তপশিলি বন্ধু, প্রতিবন্ধী সার্টিফিকেট সহ আরও বিভিন্ন প্রকল্প, স্কলারশিপ এবং যোজনার সুবিধা আপনারা পাবেন।

এবার থেকে বাড়িতে বসেই হাতে পেয়ে যাবেন Ration Card, কিভাবে জেনে নিন

চলুন তবে জেনে নেওয়া যাক ঠিক কিভাবে আপনারা বাড়িতে বসেই আপনার এলাকার দুয়ারে সরকারের ক্যাম্পের সম্পর্কে সমস্ত তথ্য জানতে পারবেন:-
১. বিভিন্ন জেলায় দুয়ারে সরকারের যে ক্যাম্প আয়োজিত হতে চলেছে তা সম্পর্কে জানার জন্য প্রথমেই আপনাকে দুয়ারে সরকারের অফিসিয়াল ওয়েবসাইট https://ds.wb.gov.in/Portal_New_Default.aspx -এ যেতে হবে। মোবাইল থেকে সার্চ করলে অবশ্যই ডেক্সটপ মোডটি অন করে নেবেন।
২. এরপর আপনাকে হোম পেইজে থাকা Find your camp অপশনে ক্লিক করতে হবে।
৩. তারপর আপনার সামনে যে পেজটি আসবে তাতে Upcoming Camps of DS-5 অপশনের অধীনে থাকা অপশনগুলির মধ্যে থেকে আপনার জেলা, ব্লক, গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ডটি সঠিকভাবে আপনাকে বেছে নিতে হবে।
৪. উপরোক্ত তথ্যগুলি সঠিকভাবে নির্বাচন করলে আপনার সামনে একটি লিস্ট আসবে। ওই লিস্ট থেকেই আপনি দেখে নিতে পারবেন যে আপনার এলাকার কোন গ্রাম পঞ্চায়েতে অথবা কোন ব্লকে, কোন দিন দুয়ারে সরকারের ক্যাম্পের আয়োজন করা হবে। এমনকী এক্ষেত্রে আপনি ক্যাম্পের সঠিক ঠিকানা পর্যন্ত পেয়ে যাবেন।

Written by Kanka Banik

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button