যোগ্যতা থাকলেও ছাত্র-ছাত্রীরা পাবেন না ওয়েসিস স্কলারশিপের অনুদান, কেনো তা জেনে নিন।
পশ্চিমবঙ্গে বসবাসকারী অনগ্রসর জনজাতি এবং অর্থনৈতিকভাবে দুর্বল ও পিছিয়ে পড়া পরিবারের ছাত্র-ছাত্রীদের সাহায্য করার ক্ষেত্রে রাজ্য সরকারের পক্ষ থেকে কার্যকরী অন্যতম উল্লেখযোগ্য স্কলারশিপ হলো ওয়েসিস স্কলারশিপ (Oasis Scholarship)। বর্তমানে এই স্কলারশিপের জন্য আবেদনের প্রক্রিয়া কার্যকরী করা হয়েছে।
আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের পুরোনো নিয়মগুলির পাশাপাশি নতুন ১০ টি নিয়ম মেনে আবেদন পত্রটি পূরণ করতে হচ্ছে। আর এবারে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে আনা হলো আরও একটি বড় আপডেট। যার জেরে কিছুক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের যোগ্যতা থাকলেও ফর্ম পূরণের পরেও ওয়েসিস স্কলারশিপের কোনোরূপ অনুদান পাবেন না ছাত্র-ছাত্রীরা। আপনিও যদি ইতিমধ্যেই ওয়েসিস স্কলারশিপের ফর্ম পূরণ করে থাকেন তবে এই খবরটি আপনার জন্য।
চলুন তবে দেখে নেওয়া যাক কি কারণে যোগ্যতা থাকা সত্ত্বেও ছাত্রছাত্রীরা ওয়েসিস স্কলারশিপের অনুদান পাবেন না?
ইতিপূর্বে ওয়েসিস স্কলারশিপের স্বচ্ছতাকে কেন্দ্র করে নানান অভিযোগের কারণে ওয়েসিস স্কলারশিপের আবেদনের ক্ষেত্রে নতুন ১০ টি নিয়ম কার্যকরী করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। এই নতুন ১০ টি নিয়মের মধ্যে উল্লেখ করা ছিলো যে, ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদনের ক্ষেত্রে ছাত্র-ছাত্রীদের খাদ্যসাথী আইডি দেওয়া বাধ্যতামূলক। তবে সমস্যা অন্য ক্ষেত্রে।
এমন কিছু ছাত্র-ছাত্রী রয়েছে যারা এই ১০ টি নিয়ম সংক্রান্ত বিজ্ঞপ্তি অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশ করার আগেই ওয়েসিস স্কলারশিপের ফর্ম পূরণ করেছেন, যার কারণে ওই সকল ছাত্র-ছাত্রী ফর্ম পূরণের ক্ষেত্রে তাদের খাদ্যসাথী নম্বর সাবমিট করতে পারেননি। এই সকল ছাত্র-ছাত্রীদের খাদ্যসাথী নম্বর সাবমিট করার জন্য ওয়েসিস স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইটএ ফ্রেশ এবং রিনিউয়াল আবেদনকারীদের জন্য নতুন দুটি পোর্টাল কার্যকরী করা হয়েছে। যেসকল ছাত্র-ছাত্রীরা ইতিপূর্বে আবেদনের সময় খাদ্যসাথী নম্বর জমা দেননি তাদের উক্ত দুটি পোর্টালে গিয়ে সঠিক প্রক্রিয়ায় খাদ্য সাথী নম্বর সাবমিট করতে হবে নতুবা তারা কোনোভাবেই ওয়েসিস স্কলারশিপের অনুদান পাবেন না।
মাত্র ১৯,৫০০ টাকায় পাওয়া যাবে জিওর ল্যাপটপ, কিভাবে কিনবেন জেনে নিন
কোন পদ্ধতিতে খাদ্যসাথী নম্বর সাবমিট করবেন ?
ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইটে যে সকল ফ্রেশ এবং রিনিউয়াল আবেদনকারী ছাত্র-ছাত্রীরা খাদ্যসাথী নম্বর জমা দেননি তাদের খাদ্যসাথী নম্বর জমা দেওয়ার জন্য দুটি পোর্টাল কার্যকরী করা হয়েছে। খাদ্যসাথী নম্বর সাবমিট করার ক্ষেত্রে আপনাকে কয়েকটি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে,
১. প্রথমে আপনাকে ওয়েসিস স্কলারশিপের অফিসিয়াল ওয়েবসাইট https://oasis.gov.in/ -এ যেতে হবে।
২. এরপর ফ্রেশ আবেদনকারীদের ক্ষেত্রে খাদ্যসাথী নম্বর করা সাবমিট করা নির্দিষ্ট পোর্টাল https://new.oasis.gov.in/index/2 -এ অথবা রিনিউয়ালের জন্য আবেদনকারী ছাত্রছাত্রীদের খাদ্যসাথী নম্বর সাবমিট করার নির্দিষ্ট পোর্টাল https://new.oasis.gov.in/index/3 -এ যেতে হবে।
৩. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনাকে আপনার জেলা নির্বাচন করে Submit অপশনে ক্লিক করতে হবে।
৪. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে আপনাকে আপনার অ্যাপ্লিক্যান্ট আইডি এবং পাসওয়ার্ড সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি পূরণ করে লগইন করতে হবে।
৫. এরপর আপনাকে আপনার খাদ্যসাথী নম্বরটি সঠিক স্থানে সঠিকভাবে লিখে সাবমিট করলেই প্রক্রিয়াটি সম্পন্ন হবে।