অন্যান্য

এই বিশেষ পদ্ধতি অবলম্বন করলে ঝামেলা ছাড়াই পাওয়া যাবে তৎকাল টিকিট

সমগ্র ভারতের বিভিন্ন রাজ্যের নাগরিকরা কাজের উদ্দেশ্যে দেশের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে থাকেন। তবে এই উৎসবের মরশুম এলেই সকলের বাড়ি ফেরার তাগিদ শুরু হয়ে যায়। তবে এই সময়ে বাড়ি ফেরার জন্য সময়মতো ট্রেনের টিকিট পাওয়া অত্যন্ত কষ্টসাধ্য ব্যাপার হয়ে ওঠে।

আবার অনেকেই এই সময় দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণে যান। কিন্তু সঠিক সময়ে টিকিট না পাওয়ার কারণে নানান সমস্যার সম্মুখীন হতে হয়। আর এক্ষেত্রে আপনাকে সহায়তা করতে পারে একমাত্র তৎকাল টিকিট। কিন্তু তৎকাল টিকিটের ক্ষেত্রে আপনি নিশ্চিতরূপে টিকিট পাবেন কিনা তা নিয়ে কোন নিশ্চয়তা নেই।

আর এখানেই যতো সমস্যা। যার কারণে সমস্ত ভারতীয় নাগরিকদের কথা মাথায় রেখে ভারতীয় রেলের পক্ষ থেকে এই তৎকাল টিকিট কাটার নিয়মে বড় পরিবর্তন আনা হয়েছে। আর তৎকাল টিকিট কাটার ক্ষেত্রে এই পরিবর্তনের ফলে বহু সংখ্যক নাগরিক লাভবান হতে চলেছেন।

চলুন তবে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা অত্যন্ত সহজেই ট্রেনের তৎকাল টিকিট বুক করতে পারবেন?
ভারতীয় রেলের পক্ষ থেকে প্রকাশিত নির্দেশিকা অনুযায়ী জানা গিয়েছে যে, AC কোচের তৎকাল টিকিট মিলবে সকাল ১০ টা থেকে এবং স্লিপার কোচের তৎকাল টিকিট পাওয়া যাবে সকাল ১১ টা থেকে। আপনিও যদি অত্যন্ত সহজে তৎকাল টিকিট পেতে চান তাহলে আপনাকে উপরোক্ত সময়ে যতো তাড়াতাড়ি সম্ভব টিকিট বুকিং এর পদ্ধতিটি সম্পূর্ণ করতে হবে।

রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে রীতিমতো বড় ঘোষণা কেন্দ্র সরকারের, এখন মাত্র ৫৮৭ টাকাতেই পাওয়া যাবে রান্নার গ্যাস

এক্ষেত্রে টিকিট বুকিং এর জন্য আগে থেকে ভ্রমণসূচী তৈরি করে রাখতে হবে। যার ফলে আপনাকে আলাদা আলাদা করে বারংবার টিকট কাটতে হবে না, একেবারেই আপনার গন্তব্যের টিকিট কেটে নিতে পারবেন। এছাড়াও আপনারা টিকিট বুকিং এর ক্ষেত্রে আগে থেকেই নিজেদের ভ্রমণসূচী প্রস্তুত করে সংরক্ষণ করে রাখতে পারেন যার ফলে টিকিট বুকিং এর সময়ে আপনাকে আলাদা করে আপনার সমস্ত বিবরণ পূরণ করতে হবে না এবং আপনি সহজেই বুকিং এর পদ্ধতিটি সম্পন্ন করতে পারবেন।

উপরোক্ত পদ্ধতিতে অত্যন্ত সহজে ট্রেনের টিকিট বুক করতে পারবে এবং ট্রেনের টিকিট বুকিং এর সাথে সাথেই আপনাকে UPI অথবা ক্রেডিট কার্ড কিংবা ডেবিট কার্ডের মাধ্যমে টিকিটের জন্য নির্ধারিত অর্থ প্রদান করতে হবে। পেমেন্টের পদ্ধতিটি সম্পন্ন হলে আপনি আপনার কনফার্ম টিকিট পেয়ে যাবেন। এই পদ্ধতিতে টিকিট কাটলে একদিকে যেমন আপনার সময় বাঁচবে, অন্যদিকে জরুরীকালীন অবস্থায় যতো তাড়াতাড়ি সম্ভব তৎকাল টিকিটও পেয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button