Free Ration – দোলের মাসে আবার পাবেন ফ্রি রেশন, দেখে নিন কোন কার্ডে মিলবে কি পরিমান মাল।
Free Ration – এই মাসে মিলবে আরও বেশি রেশন।
দোল হলির ও সবে বরাতের মরশুমে ঘোষণা হলো ফ্রি রেশন দ্রব্যের লিস্ট (Free Ration)। ২০২৩ সালের মার্চ মাসের এই নতুন লিস্টে বেশ কিছু পরিবর্তন চোখে পরবে আগের তুলনায়। প্রায় সমস্ত ক্যটাগরির রেশন কার্ডেই রেশন দ্রব্যের পরিমাপ কমেছে।
AAY, PHH, SPHH, RKSY-1 এবং RKSY-2 – এই প্রতিটি রেশন কার্ডে দেওয়া দ্রব্য ও তার পরিমাণ নীচে দেওয়া হলো।
AAY রেশন কার্ডে বরাদ্দ দ্রব্য
আপনি যদি AAY রেশন কার্ডের (Free Ration) গ্রাহক হন তবে আপনার জন্য বরাদ্দ থাকছে ২১ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা পাবেন ১৪ কেজি গম, দুটির মধ্যে যেকোনো একটি আপনি বেছে নিতে পারেন। এছাড়াও আপনি কিনতে পারবেন ১৩.৫০ কিলোদরে চিনি। এই সমস্ত দ্রব্যই পরিবারের প্রতি সদস্যের মাথাপিছু পাবেন।
ঘরে বসে রেশন কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করবেন কীভাবে? এক ক্লিকেই সমাধান।
PHH রেশন কার্ডে বরাদ্দ দ্রব্য
PHH রেশন কার্ড গ্রাহকরা পাচ্ছেন ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম পুষ্টিকর আট অথবা ২ কেজি গম। এই দ্রব্যগুলো বিনামূল্যে দেওয়া হবে।
SPHH রেশন কার্ডে বরাদ্দ দ্রব্য
PHH ও SPHH রেশন কার্ড ক্যাটাগরিতে একই পরিমান ফ্রী রেশন (Free Ration) দ্রব্য বরাদ্দ করা হয়েছে। অর্থাৎ আপনি যদি SPHH গ্রাহক হন আপনি পাবেন – ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম–৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম পুষ্টিকর আট অথবা ২ কেজি গম।
RKSY-1 রেশন কার্ডে বরাদ্দ দ্রব্য
RKSY-1 ক্যাটাগরির রেশন কার্ড গ্রাহকরা তুলনামূলক ভাবে কম দ্রব্য পাচ্ছেন। আপনি যদি এই ক্যাটাগরির গ্রাহক হন, তাহলে আপনি পাবেন পরিবার সদস্যের মাথাপিছু ৫ কেজি চাল।
RKSY-2 রেশন কার্ডে বরাদ্দ দ্রব্য
RKSY-2 ক্যাটাগরির রেশন কার্ড (Free Ration) গ্রাহকদের জন্য বরাদ্দ দ্রব্য সব চাইতে কম। আপনি যদি এই ক্যাটাগরির গ্রাহক হন, তাহলে আপনি পাবেন পরিবার সদস্যের মাথাপিছু ২ কেজি চাল।
এইমাসে কোন রেশন কার্ডে কি পরিমান মাল পাবেন, জেনে নিন মার্চ মাসের ফ্রি রেশনের তালিকা।