সরকারি প্রকল্প

Free Ration – আগামী মাস থেকে পশ্চিমবঙ্গে বদলে যাচ্ছে ফ্রীতে রেশন তোলার নিয়ম, কি নতুন নিয়ম চালু হচ্ছে জেনে নিন।

Free Ration – পরের মাস থেকে ফ্রীতে রেশন পেতে কি কি অরতে হবে জেনে নিন।

রাজ্যজুড়ে আবারও রেশন ব্যাবস্থায় (Free Ration) আসতে চলেছে আমুল পরিবর্তন । এখন রাজ্যে ডিজিটাল রেশন কার্ডের মাধ্যমে খাদ্যশস্য দেওয়া হয়। আধার কার্ড ভেরিফিকেশন ছাড়া আর কোনোরকম খাদ্যশস্য দিতে পারেনা রেশন ডিলাররা। ভারতের মতো গরীব দেশে একাংশ পরিবারের কাছে রেশন অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ জিনিস । সরকারও চায় কোনো পরিবার যাতে না খেয়ে ঘুমায়।

দেশে ক্রয় ক্ষমতা অনুযায়ী প্রতিটি পরিবারের জন্য আলাদা রেশন কার্ড দেওয়া হয়। এই প্রতিটি কার্ডে আলাদা পরিমাণ খাদ্যসামগ্রী (Free Ration) পায়। রেশন নিয়ে দেশে দুর্নীতির শেষ নেই। রেশন ডিলাররা অনেক জিনিস চড়া দামে বিক্রি করে খোলাবাজারে। সরকার এই জিনিস শুনতে চায়না বলেই ডিজিটাল রেশন কার্ড এনেছিল। করোনার সময় কেন্দ্র চালু এক জাতি এক রেশন কার্ড যাতে প্রত্যেকে নিজেদের খাবার নিতে পারে।

রাজ্য জুড়ে আবারও শুরু হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প, কোথায় কবে হবে দেখে নিন।

অনেকেই আলাদা রাজ্যে থাকার কারণে তাদের খাবার তাদের পরিবারের লোকেরা রেশন ডিলাররা নিয়ে নেয় বিভিন্ন ভাবে। করোনার সময় খাদ্যশস্য পরিমাণে অনেক বেশি দিতে শুরু করেছিল। এখন পরিস্থিতি কিছুটা ঠিক হওয়ায় তাঁরা ঠিক করেছে খাবারের পরিমাণ কমাবে। কেন্দ্র অনেকক্ষেত্রে ভর্তুকি তুলে নিচ্ছে যদিও আমাদের রাজ্যে
সেটা করেনি।

ration

রেশনে আরো বেশিরকম স্বচ্ছতা আনতে রেটিনার মাধ্যমে ভেরিফাই করে খাবার দেবে ঠিক হয়েছে। এই পদক্ষেপ প্রথম এই রাজ্যেই নিতে চলেছে রাজ্যে। একটি কেন্দ্রীয় সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে যন্ত্রগুলি জোগান দেওয়ার এবং ট্রেনিং দেওয়ার। অনেকেরই আঙুলের ছাপে বিভিন্ন সমস্যা হতো এবং সময় লেগে যেত।

তাই রেটিনা ব্যাবস্থা আসছে আরো স্বচ্ছতা বাড়াতে। রেশন ডিলারদের দাবি তারাও প্রস্তুত তাদের সঠিক ট্রেনিং দিলে। সব রেশন কেন্দ্রেই এই মূহুর্তে শুরু হচ্ছেনা কিছু বিশেষ কেন্দ্রকে বাছা হয়েছে। এখানে সফল হলে সঠিকভাবে তখন গোটা রাজ্যজুড়ে শুরু হবে এই ব্যাবস্থা।

এবার থেকে কোন রেশন কার্ডে কি কি সামগ্রী পাবেন, তালিকা দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button