এ মাসে আবারও বিনামূল্যে রেশন দেওয়ার নির্দেশ, কবে গেলে পাবেন? দেখে নিন।
রেশন নিয়ে নয়া নির্দেশ সরকারের, জানুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ সরকার রেশন উপভোক্তাদের জন্য নিয়ে এল খুশির খবর। কেন্দ্রের তরফে Ration এর দাম বাড়ানো হলেও রাজ্য এখনই সেই দাম বাড়াতে চাইছেনা। কেন্দ্রের তরফে লাগাতার চাপ বাড়ানো হচ্ছে রাজ্যের উপর। বাসমতি চাল ছাড়া বাকি সব চালের উপর ২০ শতাংশ কর চাপানো হচ্ছে। এই অবস্থায় রাজ্যের ভাঁড়ারে কিছুটা হলেও টান পড়বে কিন্তু সাধারণ মানুষের কথা ভেবে সেই চাপ নিতে রাজি রাজ্য সরকার।
কোভিডের সময় থেকে ফ্রীতে বা অতি অল্প দামে গোটা দেশ ব্যাপী Ration দেওয়া শুরু হয়। পরিযায়ী শ্রমিকদের কথা ভেবে এক দেশ এক Ration কার্ড চালু করেছে সরকার। দুর্নীতি এড়াতে ডিজিটাল রেশন কার্ডও চালু করেছে সরকার। এর আগে Ration ডিলারদের নামে বারবার দুর্নীতির অভিযোগ উঠেছে। কিছুদিন আগে সরকারের তরফে ফোনে Ration কার্ড দেখিয়ে মাল নেওয়ার সিস্টেম ও এসেছে।
এখন দুমিনিটে ডাউনলোড করুন ডিজিটাল রেশন কার্ড। রইলো বিস্তারিত পদ্ধতি
বর্ষা কম হওয়ায় ধানের উৎপাদন কমেছে যার জন্য পাইকারি বাজারে দাম বেড়েছে অনেক। খুচরো ক্রেতারা তো চাল প্রায় দুগুণ দামে কিনছে খুচরো বাজার থেকে। এর ফলে বাংলার মতো কৃষিপ্রধান রাজ্যে পশুখাদ্যের জন্য চালের জোগাণ কমেছে অনেক। তারাও অতিরিক্ত দাম দিয়ে কিনতে বাধ্য হচ্ছে।
এই সমস্ত থেকে বাংলার দরিদ্র মানুষকে রেহাই দিতে রেশনে মাথাপিছু ৩ কেজি চাল, ২ কেজি গম বা ১কেজি আটা বিনামূল্যে পাবেন,(PHH Ration Card) যাদের আছে। জাতীয় খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী শহরের ৭৫ শতাংশ এবং গ্রামের ৫০ শতাংশ লোককে বিনামূল্যে খাবার দেওয়ার কথা। আদৌ তা কতটা কার্যকরী তা প্রশ্ন চিহ্ণের মতো থেকে যায়। কিছুদিন আগেই রাজ্য টুইট প্রতিটি আলাদা Ration কার্ডের আলাদা খাবারের পরিমাণ ধার্য করে দিয়েছে।
পশ্চিমবঙ্গের রেশন কার্ড গ্রাহকেরা বিনামূল্যে 3 কেজি চাল ও 2 কেজি গম পাবেন, কি কি পাবেন দেখে নিন।