টেক নিউজ

এখন থেকে বাড়িতে বসেই আধার কার্ডের সাথে মোবাইল নম্বর সংযোগ করা সম্ভব, কিভাবে করবেন জেনে নিন এখনই

বর্তমানে পশ্চিমবঙ্গ তথা সমগ্র ভারতের নাগরিকদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় অন্যতম গুরুত্বপূর্ণ নথিপত্র হলো আধার কার্ড। বিভিন্ন কারণে অধিকাংশ ক্ষেত্রে নাগরিকদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ করতে হয়। কিন্তু আপনি কি জানেন এবার থেকে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগের ক্ষেত্রে আপনাকে কোনো আধার সেবা কেন্দ্রতে যেতে হবে না? এবার থেকে আপনারা বাড়িতে বসেই আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ কিংবা পরিবর্তন করতে পারবেন। যদি না জেনে থাকেন তবে এই খবরটি আপনার জন্য।

• চলুন তবে এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক:-
ভারতীয় পোস্ট অফিসের পক্ষ থেকে প্রকাশিত তথ্য অনুসারে, ভারতীয় জনসাধারণের সুবিধার্থে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের তরফে ডোরস্টেপ সার্ভিস কার্যকরী করা হয়েছে। এই সার্ভিসের মাধ্যমে আপনারা বাড়িতে বসেই আপনার আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর সংযোগ করতে পারবেন, আর এর জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র ৫০ টাকা। তবে শুধু মোবাইল নম্বর সংযোগ নয়, এছাড়াও জিমেইল সংযোগ অথবা পরিবর্তন এবং মোবাইল নম্বর পরিবর্তনও করা যাবে এই সার্ভিসের মাধ্যমে। এর পাশাপাশি আপনার পরিবারে যদি কোন ৫ বছর বা তার কম বয়সী শিশু থেকে থাকে তবে সেই শিশুর বাল আধার কার্ডও তৈরি করা যাবে।

পিএম কিষাণের ১২ তম কিস্তি এই সমস্ত কৃষক পাবেন না, জানিয়ে দিলো কেন্দ্রীয় সরকার

• কিভাবে বাড়িতে বসেই এই পরিষেবা পাওয়া যাবে ?
উপরোক্ত পরিষেবা করে পাওয়ার ক্ষেত্রে আপনাকে অবশ্যই অনলাইনের মারফত ফর্ম সাবমিট করতে হবে। এই ফর্ম সাবমিট করার ক্ষেত্রে কতগুলি সহজ পদ্ধতি অবলম্বন করতে হবে, সেগুলি হলো:-
১. এজন্য প্রথমেই আপনাকে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংকের অফিসের ওয়েবসাইট https://www.ippbonline.com/ -এ যেতে হবে।
২. এরপর হোম পেইজে থাকা সার্ভিস রিকোয়েস্ট অপশনে যেতে হবে।
৩. উপরোক্ত অপশনটিতে ক্লিক করলেই আপনার সামনে দুটি অপশন আসবে যার মধ্যে থেকে আপনাকে NON-IPPB অপশনটি সিলেক্ট করতে হবে। এই অপশনের অধীনে আপনাকে আবার কতোগুলি অপশন দেখাবে যার মধ্যে থেকে আপনাকে Doorstep Banking https://www.ippbonline.com/web/ippb/doorstep-banking2 অপশনটি বেছে নিতে হবে।

৪. এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে যেসমস্ত সার্ভিসগুলি উপলব্ধ রয়েছে তার একটি লিস্ট আপনি দেখতে পাবেন। এর মধ্যে থেকে আপনাকে Aadhar- Mobile Update অপশনটিতে ক্লিক করতে হবে। অথবা আপনি যদি শিশুদের আধার কার্ডের জন্য আবেদন করতে চান তবে child aadhar enrollment করতে হবে।
৫. এরপরে খানিকটা স্ক্রল করলেই আপনার নির্বাচিত পরিষেবাটি পাওয়ার ক্ষেত্রে আপনার নাম, ঠিকানা, পিন কোড, পোস্ট অফিস, সার্কেল, রাজ্য সহ অনান্য যে তথ্যগুলি প্রয়োজন হবে সেই সমস্ত তথ্য পূরণ করতে হবে।
৬. এরপর Mandatory Disclaimer এ টিক করে ক্যাপচা কোডটি পূরণ করে submit অপশনে ক্লিক করলেই আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন হবে।
উপরোক্ত প্রক্রিয়াটি সম্পন্ন করলেই পোস্ট অফিসের কর্তৃপক্ষের তরফে আপনাকে ফোন করা হবে এবং পরবর্তীতে পোস্ট অফিসের কর্মীরা আপনার বাড়িতে এসে আপনার প্রয়োজনীয় পরিষেবাটি প্রদান করবেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button