অন্যান্য

এবার থেকে আর যেমন খুশি সিলিন্ডার বুকিং নয়, LPG booking এর নিয়মে আনা হলো বড় বদল

বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার নিয়ে দুর্নীতির জেরে রীতিমতো বড়ো পদক্ষেপ নিলো কেন্দ্রীয় সরকার। রান্নার জন্য ব্যবহৃত এলপিজি গ্যাস নিয়ে নানা প্রকার দুর্নীতির বন্ধ করার জন্য এবার কেন্দ্রীয় সরকারের তরফে আনা হলো নতুন নিয়ম। ফলত এবার থেকে আর যতো খুশি ততো এলপিজি সিলিন্ডার বুক করা যাবে না। কেন্দ্রীয় সরকারের এই নতুন নিয়মের কারণে বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত LPG booking এর ক্ষেত্রে যে ভর্তুকি দেওয়া হয়ে থাকে তার নিয়মেও বদল আসতে চলেছে। আজ আমরা এই খবরে আপনাদের সকলের সুবিধার্থে কেন্দ্র সরকারের তরফে জারি করা নতুন নিয়ম এবং ভর্তুকি সংক্রান্ত নিয়মাবলী নিয়ে হাজির হয়েছি।

ইতিপূর্বে বারংবার কেন্দ্রীয় সরকারের কাছে অভিযোগ জানানো হয়েছে যে, রেস্টুরেন্ট, ক্যাফে, চায়ের দোকান, গ্যাসচালিত গাড়ি কিংবা দেশের নানান প্রান্তের হোটেলগুলিতে বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের বদলে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার ব্যবহার করা হচ্ছে। যদিও এই অভিযোগ নতুন কিছু নয়। অধিকাংশ ক্ষেত্রেই রেস্টুরেন্ট, ক্যাফে কিংবা হোটেলের মালিকরা খরচ বাঁচাতে বাণিজ্যিক গ্যাসের বদলে বেশি দাম দিয়ে বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত গ্যাস সিলিন্ডার কিনে নিয়ে থাকেন। এক্ষেত্রে খানিকটা বেশি দাম দিয়ে রান্নার জন্য ব্যবহৃত এলপিজি সিলিন্ডার কিনতে হলেও বাণিজ্যিক গ্যাসের চড়া দামের তুলনায় তা যথেষ্টই নগণ্য।

অন্যদিকে দেশের সাধারণ মানুষেরা সামান্য লাভের জন্য বাড়িতে রান্নার জন্য ব্যবহৃত সিলিন্ডার খানিকটা বেশি দামে এই সমস্ত হোটেল, ক্যাফে কিংবা রেস্টুরেন্টগুলিতে বিক্রি করে দিয়ে থাকেন। যদিও বিগত দিনগুলিতে বাণিজ্যিক গ্যাসের দাম যথেষ্টই কমানো হয়েছে এবং বর্তমানে পশ্চিমবঙ্গে একটি বাণিজ্য গ্যাসের দাম ১,৯৭৬ টাকা ৫০ পয়সা। বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমানো হলেও কোনোভাবেই পরিস্থিতি বদল হয়নি, ক্রমাগত দুর্নীতি বেড়েই চলেছে। আর তাই বাড়িতে রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডারের কালোবাজারি বন্ধ করার জন্যই কেন্দ্র সরকারের তরফে এই নয়া নিয়ম জারি করা হয়েছে।

টেট পরীক্ষা কারা দিতে পারবেন তা নিয়ে নয়া নির্দেশিকা প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ

কেন্দ্র সরকারের তরফের জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে যে, এবার থেকে আর যত খুশি রান্নার ক্ষেত্রে ব্যবহৃত এলপিজি সিলিন্ডার বুক করা যাবে না। কেন্দ্রীয় সরকারের তরফে নতুন নিয়ম করে একবছরে একটি পরিবার ঠিক কতোগুলি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবে তার সংখ্যা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এই নির্দেশিকায় জানানো হয়েছে যে, আগামী দিনগুলিতে একটি পরিবার এক বছরে মাত্র ১৫ টি সিলিন্ডার বুক করতে পারবে। এর পাশাপাশি গ্রাহকরা মাসে মাত্র ২ টি গ্যাস সিলিন্ডার বুক করতে পারবেন। যদিও এই ১৫ টি সিলিন্ডারের সবগুলিতে ভর্তুকি পাবেন না গ্রাহকেরা। এক বছরে মাত্র ১২ টি সিলিন্ডারের উপরে ভর্তুকি দেবে কেন্দ্র সরকার। বাকি ৩ টি সিলিন্ডার কোনোরকম ভর্তুকি ছাড়াই কিনে নিতে হবে দেশের নাগরিকদের।

Written by Sourav Talukder

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button