চাকরির পরীক্ষা

জারি হলো GDS Cycle 4 এর নোটিফিকেশন, সারা ভারত জুড়ে বিপুল সংখ্যক GDS কর্মী নিয়োগ । GDS Cycle 4 notification has been published

ফিনিক্স বাংলায় সকলকে স্বাগত। সরকারি চাকরিপ্রার্থীদের জন্য বড়ো সুখবর। সারা ভারত জুড়ে আবারও জারি হলো GDS Cycle 4 এর নোটিফিকেশন। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

• আবেদন শুরুর তারিখ:- আবেদন শুরু হয়েছে ২ রা মে, ২০২২
• আবেদনের শেষ তারিখ:- আবেদনের শেষ তারিখ ৫ ই জুন, ২০২২

(ক) পোস্টের নাম:- গ্রামীণ ডাক সেবক (GDS)
• শূন্যপদ:- এই পদের জন্যে সারা ভারত জুড়ে মোট শূন্যপদের সংখ্যা প্রায় ৩৯০০০ টি। যেখানে শুধু পশ্চিমবঙ্গেই শূন্যপদ প্রায় ২০০০ টি (বাংলা ভাষাভাষীদের জন্য – ১৮৫০ টি শূন্যপদ, পাহাড়ি অঞ্চলের ভাষাভাষীদের জন্য – ১৫০ টি শূন্যপদ)।
• বয়স:- এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবে।

আরও পড়ুন: Old Age, Widow & Disability Pension Scheme: New List of Eligible Candidates


• শিক্ষাগত যোগ্যতা:- এই পদে আবেদনের জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ যোগ্যতাসম্পন্ন হতে হবে।
• আবশ্যিক যোগ্যতা:- (১) সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষা মাধ্যমিকে থাকতে হবে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মাধ্যমিকে অবশ্যই বাংলা ভাষা নিয়ে পাশ করতে হবে। অর্থাৎ প্রার্থীর মাধ্যমিকের ফাস্ট ল্যাঙ্গুয়েজ কিংবা সেকেন্ড ল্যাংগুয়েজে অবশ্যই বাংলা থাকতে হবে।
(২) আবেদনকারীকে অবশ্যই সাইকেল চালানো জানতে হবে।

• আবেদন পদ্ধতি:- আবেদন করতে হবে অনলাইনে। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in এ গিয়ে আবেদন করতে হবে। আবেদন করার জন্য সবার প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। আবেদন করার সময় একটি বৈধ মোবাইল নাম্বার ও ইমেইল আইডি দিতে হবে।

এক্ষেত্রে উল্লেক্ষ্য যে, আগে যে কোনো রিজি‌ওন বা যেকোনো ডিভিশনে গিয়ে মোট ২০ টি জায়গায় আবেদন করা যেতো।
এবারে GDS এর নতুন নিয়ম অনুযায়ী প্রার্থীরা কেবলমাত্র একটি ডিভিশনের আন্ডারেই বিভিন্ন জায়গায় আবেদন করতে পারবে। কিন্তু বিভিন্ন ডিভিশনের আন্ডারে আবেদন করা যাবে না।

আরও পড়ুন: Jawaharlal Nehru Memorial Fund Scholarship: Stipend Rupees 18000

• আবেদন ফি:- জেনারেল/EWS/OBC প্রার্থীদের ক্ষেত্রে প্রতিটি ফর্মের জন্য আবেদন ফি ধার্য করা হয়েছে ১০০ টাকা। SC/ST/PWD/মহিলা প্রার্থীদের ক্ষেত্রে কোনোরকম আবেদন ফি লাগবে না।

• আবেদন করার সময় যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি লাগবে সেগুলি হলো:-
(১) আবেদনকারীর সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ফটোকপি (জেপিজি ফরম্যাটে ৫০ কেবির মধ্যে)।
(২) আবেদনকারীর সিগনেচার (২০ কেবির মধ্যে)।

• নিয়োগ পদ্ধতি:- কোনোরকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পরীক্ষার নম্বরের ভিত্তিতে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে।

• বিস্তারিত জানতে ভিজিট করতে হবে indiapostgdsonline.in এই অফিশিয়াল ওয়েবসাইটটি। সাইটে সমস্যার কারনে বেশির ভাগ সময় সাইট ডাউন থাকছে, তাই কিছু না শো করলে সাইটটিকে বার বার রিফ্রেজ মারুন।

° আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হন তবে অবশ্যই সবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন, এবং তারপর আবেদন করুন।

• অফিসিয়াল নোটিফিকেশন:- Link

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

বিঃ দ্রঃ আমরা শুধুমাত্র বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার অফিসিয়াল নোটিফিকেশনের ওপর ভিত্তি করে আপনাদের সামনে নিত্ত নতুন চাকরির আপডেট তুলে ধরি। আমরা নিজেরা কোনো রকম চাকরি প্রদান করি না।

সমস্ত চাকরির খবর সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button