চাকরির পরীক্ষা

GDS from fill up – পোস্ট অফিসের শূন্যপদগুলির জন্য আবেদন জানাবেন কিভাবে, স্টেপ বাই স্টেপ পদ্ধতি দেখে নিন

ইতিমধ্যেই ভারতের ডাক বিভাগের তরফে প্রকাশিত এক বিজ্ঞপ্তি মারফত ডাক বিভাগে বহু সংখ্যক শূন্যপদে কর্মী নিয়োগের বিষয়ে সমগ্র দেশের চাকরিপ্রার্থীদের উদ্দেশ্যে জানানো হয়েছে। এর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, সমস্ত চাকরিপ্রার্থীরা বাড়িতে বসেই এই সমস্ত পোষ্টের জন্য আবেদনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন (GDS from fill up)। তবে অধিকাংশ ক্ষেত্রেই আবেদনের বিষয়ে না জানার কারণে চাকরিপ্রার্থীদের নানাভাবে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর তাই আজ আমরা চাকরিপ্রার্থীদের জন্য ভারতীয় ডাক বিভাগের জন্য কিভাবে আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তা সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে হাজির হয়েছি।

ভারতীয় ডাক বিভাগের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইন্ডিয়ান পোস্টের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে এই শূন্যপদগুলির জন্য আবেদনের ক্ষেত্রে আপনাকে প্রথমেই ইন্ডিয়ান পোস্টের অফিসিয়াল ওয়েবসাইট https://indiapostgdsonline.gov.in/ -এ যেতে হবে (GDS from fill up)। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনার নিজস্ব রাজ্যটি বেছে নিতে হবে, আপনি যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন তবে আপনাকে West Bengal অপশনটি বেছে নিতে হবে। এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনি আপনার রাজ্যের সমস্ত সার্কেলগুলি দেখতে পাবেন। তারপর Select Division অপশনে ক্লিক করে আপনাকে আপনার নিজস্ব সার্কেল বেছে নিতে হবে এবং view posts অপশনে ক্লিক করে আপনার বেছে নেওয়া সার্কেলে কোন পোস্ট অফিসে কতো পোস্ট রয়েছে দেখে নিতে হবে। এর মাধ্যমে আপনি কোন ডিভিশনে আবেদন করবেন তা নির্বাচন করতে সুবিধা হবে।

এরপর পুনরায় আপনাকে হোম পেইজ https://indiapostgdsonline.gov.in/ -এ আসতে হবে এবং Stage 1: Registration এর আওতায় থাকা Registration অপশনে ক্লিক করতে হবে। পরবর্তীতে আপনার সামনে যে পেজটি আসবে তাতে আপনাকে আপনার মোবাইল নম্বর, ইমেইল অ্যাড্রেস, নাম, পিতা অথবা মাতার নাম, জন্ম তারিখ, লিঙ্গ সহ অন্যান্য তথ্যগুলি সঠিকভাবে লিখে এবং প্রয়োজনীয় নথি সঠিকভাবে আপলোড করে Submit অপশনে ক্লিক করতে হবে। Submit অপশনে ক্লিক করলেই আপনার সামনে ফর্মটির একটি প্রিভিউ আসবে, তাতে সমস্ত তথ্য ঠিক থাকলে Submit অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশনের প্রক্রিয়াটি সম্পন্ন করতে হবে। এরপর আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনাকে একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে, এটিকে পরবর্তী সময়ের জন্য কপি করে রাখতে হবে এবং উক্ত পেজে থাকা Continue to Appply অপশনে ক্লিক করতে হবে।

এখন দুমিনিটে ডাউনলোড করুন ডিজিটাল রেশন কার্ড। রইলো বিস্তারিত পদ্ধতি

উপরোক্ত অপশনে ক্লিক করলেই আপনার সামনে একটি পেজ আসবে যাতে আপনাকে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং সার্কেল বেছে নিয়ে Submit অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি OTP আসবে সেটি সঠিকভাবে লিখে ক্যাপচা কোডটি সঠিকভাবে পূরণ করে Next অপশনে ক্লিক করুন। পরবর্তীতে আপনার সামনে আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় ফর্মটি চলে আসবে। তাতে আপনাকে আপনার ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা সম্পর্কিত সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে Save and Continue অপশনে ক্লিক করতে হবে।

বাড়িতে বসেই নিজের কাস্ট সার্টিফিকেট ডাউনলোড করবেন কিভাবে, জেনে নিন।

এরপর আপনার সামনে যে নতুন পেজটি আসবে তাতে আপনার পছন্দসই ডিভিশন বেছে নিতে নিলেই আপনার সামনে এই ডিভিশনের সমস্ত পোস্ট অফিসের তালিকা চলে আসবে। এর মধ্যে থেকে আপনাকে আপনার পছন্দ অনুযায়ী পোস্ট অফিস বাছাই করে ১, ২ করে নাম্বারিং করতে হবে। এরপর টার্ম অ্যান্ড কন্ডিশনগুলিতে টিক করে Save and Proceed অপশনে ক্লিক করতে হবে এবং পেমেন্টের প্রক্রিয়াটি সম্পন্ন করলেই আপনার আবেদনটি সঠিকভাবে জমা হয়ে যাবে। তারপর আপনার সামনে আপনার সম্পূর্ণ ফর্মটির একটি সফট কপি আসবে, সেটি ডাউনলোড করে রাখতে হবে অথবা প্রিন্ট করে নিতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button