সরকারি প্রকল্প

এবার দুয়ারে সরকারের ক্যাম্প থেকেই মিলবে চাকরি, জানুন বিস্তারিত । Get job from duyare sarkar camp

আপনি কি চাকরি খুঁজছেন? তবে এই খবরটি আপনার জন্য। ২০২১ এর বিধানসভা নির্বাচনে জয়লাভ করে তৃতীয়বার ক্ষমতায় আসার পরই রাজ্য সরকার ঘোষণা করেছিলেন দুয়ারে সরকার প্রকল্পের কথা। আর এবার দুয়ারে সরকার প্রকল্পের ক্যাম্প থেকেই বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফে।

আজ আমরা আলোচনা করবো কিভাবে কর্মদিশা প্রকল্পে (karmo disha prakalpa) কর্মসংস্থান পাবেন সকল যুবক-যুবতীরা:-

রাজ্যের কারিগরি শিক্ষা দপ্তরের তরফে জানানো হয়েছে, রাজ্যের অধীনে থাকা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানগুলিকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করা হবে। এই সমস্ত বেসরকারি প্রতিষ্ঠানগুলো তরফে প্রশিক্ষণ দেওয়া হবে কর্মদিশা প্রকল্পের আওতায় থাকা যুবক-যুবতীদের। এই প্রশিক্ষণের জন্য যুবক-যুবতীদের কোনরকম ফি লাগবে না এবং যুবক যুবতীরা তাদের ইচ্ছে অনুযায়ী যেকোনো বিষয়ে প্রশিক্ষণ নিতে পারবেন। এই বেসরকারি প্রতিষ্ঠান গুলির তরফে প্রতিমাসে একটি নির্দিষ্ট পরিমাণের ভাতা দেওয়া হবে কর্মদিশা প্রকল্পের আওতায় থাকা যুবক-যুবতীদের। প্রশিক্ষণ শেষ হলে যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট কাজে নিয়োগ করা হবে এই যুবক-যুবতীদের।
আপাতত প্রতিমাসে ১০,০০০ কর্মহীন যুবক-যুবতীকে প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান দেওয়ার প্রচেষ্টা করছে রাজ্য সরকার, তবে পরবর্তীতে এই সংখ্যা বৃদ্ধি পাবে বলে জানা গেছে।

আরও পড়ুন:- মোবাইলের মাধ্যমে সহজেই প্যান কার্ডের জন্য আবেদন করুন, জেনে নিন বিস্তারিত

• প্রয়োজনীয় যোগ্যতা:-
১. কর্মদিশা প্রকল্পে আবেদনের জন্য যুবক-যুবতীদের বয়স অবশ্যই ১৮ কিংবা তার বেশি হতে হবে।

• কোন কোন বিষয়ের ওপরে আপনারা প্রশিক্ষণ নিতে পারবেন:-
১. Agriculture
২. Automobile
৩. Beauty and Wellness
৪. Capital Goods
৫. Council owned courses
৬. Construction
৭. Domestic worker
৮. Electronics and hardware
৯. Food processing
১০. Furniture and fittings
১১. Gems and Jewellery
১২. Green Jobs
১৩. Handcrafts and Carpets
১৪. Healthcare
১৫. Banking, Financial services and Insurance
১৬. Hydrocarbons
১৭. Apparel, made-ups and home furnishing
১৮. Aerospace and Aviation

• কিভাবে আবেদন করবেন:-
১. প্রথমে https://www.pbssd.gov.in/ ওয়েবসাইটে যাবেন।
২. এরপর কর্মদিশা অপশনটিতে ক্লিক করুন।
৩. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে আপনার মোবাইল নম্বরও জন্মতারিখ সঠিকভাবে লিখে গেট ওটিপি (OTP) তে ক্লিক করুন।
৪. এরপর ওটিপি (OTP) টি সঠিকভাবে প্রদান করুন এবং ওটিপি (OTP) ভেরিফিকেশন সম্পূর্ণ হলেই আপনার সামনে মূল ফর্মটি চলে আসবে।
৫. মূল ফর্মটিতে আপনার সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করে সাবমিট করতে হবে।
৬. এরপর আপনার কাছে কেরিয়ার গাইড ভিডিও আসবে।
৭. এই ভিডিওটি দেখার পর আপনার সামনে কতগুলি ছবি আসবে। এই ছবিগুলিতে আপনার কোন কোন কাজ পছন্দ সেগুলি নির্বাচন করতে হবে।
৮. এরপর আপনার কাছে একটি লাইভ চ্যাটের মাধ্যমে প্রশ্ন করা হবে। সেই প্রশ্নগুলির উত্তর সঠিকভাবে দিতে হবে।
৯. সমস্ত প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে সাবমিট করলে আপনাকে একটি ফলাফল দেখানো হবে।
১০. এরপর এখানে ক্লিক করুন অপশন এ ক্লিক করবেন এবং তারপর হ্যাঁ অপশনটিতে ক্লিক করবেন।
১১. এরপর ওয়েবসাইটের অ্যানালাইসিস অনুসারে আপনাকে কিছু কাজের সাজেশন দেওয়া হবে। এরপর আপনি কাউন্সেলিং এর জন্য যোগাযোগ করুন অপশনটিতে ক্লিক করুন।
১২. কাউন্সেলিং এর জন্য যোগাযোগ করুন অপশনে ক্লিক করলেই আপনার ফর্মটি সঠিকভাবে সাবমিট হয়ে যাবে।
এরপর আপনাকে কাউন্সিলর যোগাযোগ করবেন আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে। এছাড়াও ফর্মটি সাবমিট করার পর আপনাকে স্ক্রিনে নম্বর দেখাবে যেকোনো প্রয়োজনে আপনি সেই নম্বরে ১০:০০ থেকে ০৫:০০ টার মধ্যে যোগাযোগ করতে পারবেন।

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button