Free Silai Machine Yojana: সমস্ত মহিলাদের সরকার দিচ্ছে ফ্রীতে সেলাই মেশিন, আজই আবেদন করুন
আপনি কি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান? তবে আপনার জন্য রয়েছে দারুণ এক সুখবর। তবে এই সুযোগটি রয়েছে শুধুমাত্র ভারতীয় নারীদের জন্য। ভারতীয় নারীদের স্বাবলম্বী করার ক্ষেত্রে ইতিমধ্যেই অনেকগুলি প্রকল্পের সূচনা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফে। আর এই প্রকল্পগুলির মধ্যে অন্যতম উল্লেখযোগ্য প্রকল্প হলো পিএম ফ্রি সেলাই মেশিন যোজনা (Pradhanmantri Free Silai Machine Yojana 2022)।
যেহেতু দেশের বিভিন্ন অঞ্চলে শ্রমজীবী মহিলাদের মধ্যে সেলাই মেশিন যথেষ্ট জনপ্রিয়। তাই দেশের মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদানের মাধ্যমে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলাই এই যোজনার মূল উদ্দেশ্য। পিএম ফ্রি সেলাই মেশিন যোজনার অধীনে প্রায় ৫০,০০০ জন শ্রমজীবী মহিলাকে সেলাই মেশিন প্রদান করা হবে। তবে এই প্রকল্প শুধুমাত্র গ্রামাঞ্চলে সীমাবদ্ধ নেই। গ্রামাঞ্চলের মতোই শহরাঞ্চলের মহিলারাও একইভাবে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। ইতিমধ্যেই হরিয়ানা, মহারাষ্ট্র, গুজরাট, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্রিশগড়, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে এই প্রকল্প চালু করা হয়েছে। তবে এবার থেকে পশ্চিমবঙ্গের মহিলারাও এই প্রকল্পের আওতায় বিনামূল্যে সেলাই মেশিনের জন্য আবেদন করতে পারবেন।
চলুন তবে দেখে নেওয়া যাক, কারা কারা এই প্রকল্পে আবেদনের যোগ্য:-
১. আবেদনকারী মহিলাকে অবশ্যই ভারতের স্থায়ী বাসিন্দা হতে হবে।
২. শুধুমাত্র অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
৩. আবেদনকারীর মহিলার পরিবারের বার্ষিক আয় অবশ্যই ১২ হাজারের মধ্যে হতে হবে।
৪. বিধবা এবং বিশেষভাবে অক্ষম মহিলারাও এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।
• আবেদন পদ্ধতি:-
১. এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে প্রথমেই আপনাকে Goverment of India-এর অফিসিয়াল ওয়েবসাইট www.india.gov.in এ যেতে হবে।
২. এরপর আপনার সামনে যে ওয়েব পেজটি আসবে তাতে পিএম ফ্রি সিলাই মেশিন যোজনার লিংক থাকবে। ওই লিংকটি থেকে প্রয়োজনীয় ফর্মটি ডাউনলোড করতে হবে।(ফর্মটির ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া রইলো।)
৩. এরপর ফর্মটি প্রিন্ট করে সঠিকভাবে পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় নথিগুলো যুক্ত করে সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে।
এই যোজনার সাথে যুক্ত আধিকারিকরা ফর্মের সমস্ত তথ্য এবং নথিগুলো যাচাইয়ের পর প্রার্থীদের নির্বাচন করবেন এবং সেই সকল নির্বাচিত মহিলাদের বিনামূল্যে সেলাই মেশিন প্রদান করবেন।
বাড়িতে বসেই অর্ডার করুন PVC আধার কার্ড, আর পেয়ে যান ATM কার্ডর মতো আধার কার্ড
• আবেদনের ক্ষেত্রে প্রয়োজনীয় নথি:-
১. আধার কার্ড
২. বয়সের প্রমাণপত্র
৩. পরিবারের বার্ষিক আয়ের সার্টিফিকেট
৪. বৈধ মোবাইল নম্বর
৫. পাসপোর্ট সাইজের ফটো
৬. বিশেষভাবে সক্ষম মহিলাদের ক্ষেত্রে প্রতিবন্ধী সার্টিফিকেট
৭. জাতিগত শংসাপত্র
৮. বিধবাদের ক্ষেত্রে স্বামীর ডেথ সার্টিফিকেট
• আবেদন পত্র:- Link
এইরকম আরও সরকারি প্রকল্প সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের পেজটি ফলো করুন এবং নীচের ডানদিকের আইকনে ক্লিক করে আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম চ্যানেলে।