স্কলারশিপ তথ্য

Government Scholarship – একই সঙ্গে আবেদন করেছেন দুটি স্কলারশিপে। তবে আপনার জন্য রয়েছে খারাপ খবর

পশ্চিমবঙ্গের সরকারি স্কলারশিপ বা Government Scholarship এর নাম আসলেই সবার প্রথমে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং ওয়েসিস স্কলারশিপের নাম আসে। বহুসংখ্যক ছাত্র-ছাত্রী এই দুটি স্কলারশিপে একই সঙ্গে আবেদন করে থাকে। এবং একই সঙ্গে এই দুটি স্কলারশিপের টাকা পায়। বহুবছর ধরে এই একই চিত্র আমরা দেখে আসছি। কিন্তু এবছরের চিত্রটা যেনো একটু অন্যরকম।

সরকারি নিয়ম অনুযায়ী, কোনো ছাত্র বা ছাত্রী একই সাথে দুটি সরকারি স্কলারশিপ বা Government Scholarship এ আবেদন করতে পারে না। যদি কেউ একই সাথে দুটি সরকারি স্কলারশিপে আবেদন করে থাকে তবে তার দুটি স্কলারশিপই বাতিল করে দেওয়া হবে। প্রসঙ্গত উল্লেখ্য, যেকোনো ছাত্র-ছাত্রী চাইলে একই সাথে একটি সরকারি স্কলারশিপ এবং একাধিক বেসরকারি স্কলারশিপে আবেদন করতে পারে।

এবার মাধ্যমিকে সকলেই পাশ। গুরুত্বপূর্ণ আপডেট জেনে নিন।

কিন্তু এই নিয়মকে অবজ্ঞা করে বছরের পর বছর বহু ছাত্র-ছাত্রী একই সাথে দুটি সরকারি স্কলারশিপে আবেদন করেছে এবং টাকাও পেয়েছে। কিন্তু বর্তমানে একটি গুরুত্বপূর্ণ সমস্যা সামনে এসেছে। দেখা গিয়েছে, এবছর যেসমস্ত ছাত্র-ছাত্রী একই সাথে দুটি সরকারি স্কলারশিপ বা Government Scholarship এ আবেদন করেছিলো তাদের একটি স্কলারশিপ বাতিল করে দেওয়া হচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, যে স্কলারশিপটি সর্বপ্রথম স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছে সেই স্কলারশিপেই ছাত্র-ছাত্রীরা টাকা পাচ্ছে। অপর স্কলারশিপ অর্থাৎ যেটিতে পরে আবেদন করা হয়েছে বা যেটি পরে অ্যাপ্রুভের জন্য স্কুল-কলেজ বা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে জমা পড়েছে সেই স্কলারশিপটি রিজেক্ট করে দেওয়া হচ্ছে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

উদাহরণ স্বরূপ, আপনি যদি একই সাথে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ বা Swami Vivekananda Scholarship status check এবং ওয়েসিস স্কলারশিপ বা Oasis Scholarship এ আবেদন করে থাকেন তবে আপনার স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে যে স্কলারশিপটি সর্বপ্রথম অ্যাপ্রুভ করে দেওয়া হবে আপনি শুধু সেই স্কলারশিপেরই টাকা পেতে চলেছেন। অপর স্কলারশিপটি আপনার রিজেক্ট করে দেওয়া হবে এবং স্ট্যাটাস চেক করতে গিয়ে আপনি দেখতে পাবেন আপনার প্রথম অ্যাপ্রুভ হওয়া স্কলারশিপটির আইডি দেখিয়ে আপনাকে জানানো হবে যে আপনি একটি সরকারি স্কলারশিপে আবেদন করেছেন, তাই এই দ্বিতীয় সরকারি স্কলারশিপটির আবেদন রিজেক্ট করা হলো।

কোন ট্রাফিক আইন ভাঙলে কতো টাকা জরিমানা হয়? লিস্ট দেখে নিন।

এবার প্রশ্ন হলো আপনারা কি করতে পারেন? এই সমস্যা থেকে কি বাঁচার কোনো উপায় নেই? পূর্ব অভিজ্ঞতা থেকে বলা যায়, আপনার স্কলারশিপ যদি এই নির্দিষ্ট কারনের জন্য রিজেক্ট হয় তবে আপনি কোনোভাবেই আর এই স্কলারশিপ থেকে টাকা পাবেন না। এবং যদি রিজেক্ট হবার পেছনে অন্য কোনো কারন থাকে তবে আপনি সেটিকে সংশোধন করতে পারেন। সবশেষে বলা যায়, আগামী বছর থেকে যে স্কলারশিপে বেশি পরিমাণ টাকা পাওয়া যায় সকলে সেই স্কলারশিপেই আবেদন জানিও।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button