DA Hike – এই মুহূর্তে রাজ্যের ডিএ নিয়ে সবচেয়ে বড় আপডেট, বেরিয়ে এলো নতুন খবর ।
DA Hike – West Bengal DA News.
২০২৩ সালের সপ্তম পে কমিশন অনুযায়ী আবার ডিএ বাড়তে (DA Hike) চলেছে কেন্দ্রের সরকারি কর্মচারিদের। কেন্দ্রের প্রায় চাকুরিজীবি ৬৫ লক্ষ্য এবং পেনশনভোগী ৪৮ লক্ষ্য। Aicpi বেস পয়েন্টের উপর নির্ভর করে এই ডিএ বৃদ্ধির পার্থক্য হয়। গোটা দেশ জুড়ে প্রায় ডিএ নিয়ে বিক্ষোভ চলছে। পশ্চিমবঙ্গ থেকে অন্ধ্রপ্রদেশ সবজায়গায় রাজ্য সরকারের কর্মচারীদের দাবি তাদের কেন্দ্রের হারে ডি এ দেওয়া হোক।
তাদের ডিএ এখন ৩৮ শতাংশ। ২০২২ সালের ডিসেম্বরে AICPI এর পরিসংখ্যান ছিল ১৩২.৩ পয়েন্টে। এই AICPI পয়েন্ট সময়ের সাথে বাড়তে থাকে। ২০২৩ সালের জানুয়ারির পরিসংখ্যান ১৩২.৮ পয়েন্টে। এর পয়েন্টের উপর ভিত্তি করে আশা করা যায় জুলাইতে ডিএ বাড়বে প্রায় চার শতাংশ।
রাজ্য সরকারী কর্মীদের কেন্দ্রীয় হারে ডিএ (DA) প্রসঙ্গে বড় খবর।
কেন্দ্রের তরফে ডিএ সাধারণত বছরে দু বার বাড়ে। রাজ্য সরকারের কর্মচারীদের ডিএ বাড়ার (DA Hike) কোনো নিয়ম মানা হয়না। যখন রাজ্য চায় দেয় তাদের। তাই তারা চায় এই ঘটনায় ইতি পড়ুক। তাদের ডিএ দেওয়ার একটি নির্দিষ্ট নিয়ম তৈরি হোক সেক্ষেত্রে তাদের লিখিত কাগজপত্র দিক।
আমাদের রাজ্যের কর্মচারীদের করা মামলায় সুপ্রিম কোর্টের রায়ের দিকে তাকিয়ে সকলে। ১০ই মার্চ তারা ধর্মঘটেরও ডাক দিয়েছে। ডিএ দেওয়ার যে সূচক AICPI সেটি নির্ধারণ করা হয় প্রত্যেক মাসের শেষ কাজের দিনে। প্রায় ৮৮টি কেন্দ্রে দেশের জন্য এটা তৈরি করেছে।
রাজ্য সরকারের কর্মচারীরাও একই কাজ করে কিন্তু তারা পায়না। হোলির সময়েও কেন্দ্রের কর্মচারীদের কাছে ডিএ নিয়ে খুশির খবর পৌঁছে দেওয়া হয়। এই নিয়ে রাজ্যের সাথে তরজা তুঙ্গে। তবে কেন্দ্রের কর্মচারীদের কাছে নিঃসন্দেহে এটি একটি খুশির খবর।
ডিএ ধর্মঘট ব্যর্থ করতে নির্দেশিকা রাজ্যের, যারা ধর্মঘট করবে তাদের কি হবে জেনে নিন।