Salary Hike – সরকারি কর্মচারীদের জন্য দোল উপহার। আরও বাড়তে চলেছে বেতন সহ DA
Salary Hike – বেতনের সাথে সাথে আর কি কি সুবিধা পাবেন, জানুন বিস্তারিত।
দোলের মধ্যেই কেন্দ্রের সরকারি চাকুরিজীবিদের জন্য জোড়া সুখবর (Salary Hike)। তাদের ডিএ এবং ডিআর দুটি বৃদ্ধির কথাই ঘোষণা করা হয়েছে। গোটা দেশের বিভিন্ন রাজ্যের মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে লাগাতার আন্দোলন চলছে। কোথাও অনশন কোথাও ধর্মঘটের হুঁশিয়ারি দিয়েছে রাজ্যের সরকারি চাকুরিজীবিরা।
তাদের একই দাবি কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে (Salary Hike)। এই পরিস্থিতিতে ডিএ বৃদ্ধির কেন্দ্রের সেই আন্দোলন আগুনে ঘি ঢালার কাজ করবে বলে মনে করা হচ্ছে। শুধুমাত্র ডিএ না ২০২০ সালের জানুয়ারি মাস থেকে ২০২১ সালের জুন মাস অবধি ডিএ এর যে পরিমাণ বকেয়া ছিল তা মিটিয়ে দেওয়া নিয়েও কথা হচ্ছে।
DA নিয়ে গ্যাঁড়াকলে সরকার, সপ্তাহের মাঝে আবারও কর্মবিরতির ডাক সরকারি কর্মচারিদের।
ডিএ যদি এবারে বৃদ্ধি পায় ৪শতাংশ তাহলে তা ৪২ শতাংশে গিয়ে দাঁড়াবে। ডি আর ও বাড়তে চলেছে প্রায় ৪শতাংশ। এর ফলে কেন্দ্রের প্রায় ১কোটি সরকারি চাকুরিজীবি ও পেনশনভোগীরা সুবিধা পাবে। গতবছরে এই ডিএ বৃদ্ধিতে DA হয়েছিল ৩৮ শতাংশ।
কেন্দ্রের সরকারী চাকুরিজীবিদের জন্য আরো সুখবর ফিটমেন্ট ফ্যাক্টরও ২.৫৭ শতাংশ বাড়তে চলেছে বলে সূত্রের খবর। এর ফলে বেতনও অনেকটা বাড়বে যে ব্যাক্তি গ্রেড পে বাবাদ চার হাজার দুশো টাকা পেতেন তিনি ১৫ হাজার ৫০০ টাকা পাবেন এখন (Salary Hike)। আর তার উপর যদি ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭ শতাংশ বাড়ে তাহলে সেই ব্যাক্তি হাতে পাবেন ৩৯ হাজার ৮৩৫ টাকা।
গতবছরের ডিএ বৃদ্ধিতে ১১ শতাংশে দাঁড়িয়েছিল ডিএ। কেন্দ্র সাধারণ কোনো বছরে দু বার ডি বাড়ায় (Salary Hike)। এই অবস্থায় স্বভাবতই খুশি কেন্দ্রের কর্মচারীরা। তাদের আগের পুরোনো ডি এ থেকে নতুধ ডিএ সবকিছুরই জট খুলতে চলেছে। এবছরের আর্থিক বাজেটে তাদের বেশ কিছু নতুন অ্যালাওন্সের কথা ঘোষণা করেছিল।