চাকরির পরীক্ষা

জেলা পরিষদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

জেলা পরিষদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন

 

 

বিঞ্জপ্তি নাম্বার

২৭৫

বিঞ্জপ্তি প্রকাশের তারিখ

১৯/০৮/২০২১

আবেদনের শেষের তারিখ

১৩ সেপ্টেম্বর,২০২১; বিকেল :৩০ পর্যন্ত

 

যে যে পদে নিয়োগ করা হবে,

 

(ক) পদের নাম

ম্যানেজার/ কো-অর্ডিনেটর

শূন্যপদ

১ টি (শুধুমাত্র মহিলা)

বেতন

মাসিক বেতন ১৯,২৫০ টাকা

বয়স

২৩ থেকে ৪০ এর মধ্যে

যোগ্যতা

ভারত সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর এবং তার সাথে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে এছাড়াও চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিং অন্ততপক্ষে বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

 

আরো পড়ুন- 

৫৮৮ শূন্যপদে মোটা বেতনের চাকরি | Jobs at Coal India 2021

 

 

 

(খ)  পদের নাম

সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর

শূন্যপদ

১ টি (শুধুমাত্র মহিলা)

বেতন

মাসিক বেতন ১৫,৪৪০ টাকা

বয়স

২১ থেকে ৪০ এর মধ্যে

যোগ্যতা

ভারত সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর এবং তার সাথে ইংলিশ ভাষায় যথেষ্ট জ্ঞান এবং বেসিক কম্পিউটারের ওপর জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন

 

 

 

(গ)  পদের নাম

নার্স

শূন্যপদ

১ টি (শুধুমাত্র মহিলা)

বেতন

মাসিক বেতন ১২,০০০ টাকা

বয়স

২৩ থেকে ৪০ এর মধ্যে

যোগ্যতা

মাধ্যমিক পাশ এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেলথ এইড কোর্স করে থাকতে হবে এছাড়াও GNM কোর্স অথবা নার্সিং ডিপ্লোমা করে থাকতে হবে এবং নার্স সম্পর্কিত যেকোনো ফিল্ডে অন্তত বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

 

আরো পড়ুন- 

২৬০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ

 

 

 

(ঘ)          পদের নাম

আয়া

শূন্যপদ

১২ টি (শুধুমাত্র মহিলা)

বেতন

মাসিক বেতন ১২,০০০ টাকা

বয়স

২১ থেকে ৫০ এর মধ্যে

যোগ্যতা

অষ্টম শ্রেণী পাশ অথবা মাধ্যমিক পাশ এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে

 

 

 

(ঙ)  পদের নাম

চৌকিদার

শূন্যপদ

১ টি (শুধুমাত্র পুরুষ)

বেতন

মাসিক বেতন ১২,০০০ টাকা

বয়স

২১ থেকে ৪০ এর মধ্যে

যোগ্যতা

অষ্টম শ্রেণী পাশ এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে।

 

সমস্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স হিসেব করতে হবে ১ লা জুলাই,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে।

 

 

 

            আবেদন পদ্ধতি

আবেদন করা যাবে অনলাইন/অফলাইন/বাই হ্যান্ড এর মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.howrahzilaparishad.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা হলো- Office of the District Magistrate Howrah, Old Collectorate building, Social Welfare Section, 1 No. Rishi Bankim Chandra RD, Howrah

অফিসিয়াল বিঞ্জপ্তি

Download

অফিসিয়াল সাইট

www.howrahzilaparishad.in

 

আরো পড়ুন- 

কিষান সম্মান নিধি প্রকল্পের মোবাইল নাম্বার সমস্যা সমাধান কি?

 

 

 

সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।


 

 

 

বিঃ দ্রঃ এই সাইটের সমস্ত চাকরির খবর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রকাশ করা নোটিসের ওপর ভিত্তি করে লেখা হয়।

 

এরকম আরো খবর পেতে আপনি আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- Link

কলমে- তিয়াসা সান্যাল (রায়গঞ্জ, উত্তর দিনাজপুর)

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button