জেলা পরিষদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন
জেলা পরিষদে গ্রুপ-ডি কর্মী নিয়োগ, এইট পাশে আবেদন করুন
|
|
বিঞ্জপ্তি নাম্বার |
২৭৫ |
বিঞ্জপ্তি প্রকাশের তারিখ |
১৯/০৮/২০২১ |
আবেদনের শেষের তারিখ |
১৩ ই সেপ্টেম্বর,২০২১; বিকেল ৫:৩০ পর্যন্ত |
যে যে পদে নিয়োগ করা হবে, |
|
(ক) পদের নাম |
ম্যানেজার/ কো-অর্ডিনেটর |
শূন্যপদ |
১ টি (শুধুমাত্র মহিলা) |
বেতন |
মাসিক বেতন ১৯,২৫০ টাকা |
বয়স |
২৩ থেকে ৪০ এর মধ্যে |
যোগ্যতা |
ভারত সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর এবং তার সাথে কম্পিউটারে ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। এছাড়াও চাইল্ড ওয়েলফেয়ার এবং কাউন্সিলিং এ অন্ততপক্ষে ১ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে |
আরো পড়ুন- ৫৮৮ শূন্যপদে মোটা বেতনের চাকরি | Jobs at Coal India 2021 |
|
|
(খ) পদের নাম |
সোশ্যাল ওয়ার্কার কাম আর্লি চাইল্ডহুড এডুকেটর |
শূন্যপদ |
১ টি (শুধুমাত্র মহিলা) |
বেতন |
মাসিক বেতন ১৫,৪৪০ টাকা |
বয়স |
২১ থেকে ৪০ এর মধ্যে |
যোগ্যতা |
ভারত সরকার অনুমোদিত যেকোনো প্রতিষ্ঠান থেকে সাইকোলজি/ সোশ্যাল ওয়ার্ক নিয়ে স্নাতকোত্তর এবং তার সাথে ইংলিশ ভাষায় যথেষ্ট জ্ঞান এবং বেসিক কম্পিউটারের ওপর জ্ঞান থাকলে অগ্রাধিকার পাবেন। |
|
|
(গ) পদের নাম |
নার্স |
শূন্যপদ |
১ টি (শুধুমাত্র মহিলা) |
বেতন |
মাসিক বেতন ১২,০০০ টাকা |
বয়স |
২৩ থেকে ৪০ এর মধ্যে |
যোগ্যতা |
মাধ্যমিক পাশ এবং জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট কোর্স অথবা হোম হেলথ এইড কোর্স করে থাকতে হবে। এছাড়াও GNM কোর্স অথবা নার্সিং–এ ডিপ্লোমা করে থাকতে হবে এবং নার্স সম্পর্কিত যেকোনো ফিল্ডে অন্তত ২ বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে |
আরো পড়ুন- ২৬০০ শূন্যপদে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ |
|
|
(ঘ) পদের নাম |
আয়া |
শূন্যপদ |
১২ টি (শুধুমাত্র মহিলা) |
বেতন |
মাসিক বেতন ১২,০০০ টাকা |
বয়স |
২১ থেকে ৫০ এর মধ্যে |
যোগ্যতা |
অষ্টম শ্রেণী পাশ অথবা মাধ্যমিক পাশ এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে |
|
|
(ঙ) পদের নাম |
চৌকিদার |
শূন্যপদ |
১ টি (শুধুমাত্র পুরুষ) |
বেতন |
মাসিক বেতন ১২,০০০ টাকা |
বয়স |
২১ থেকে ৪০ এর মধ্যে |
যোগ্যতা |
অষ্টম শ্রেণী পাশ এবং এই সম্পর্কিত ফিল্ডে কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। |
• সমস্ত পদগুলির জন্য প্রার্থীর বয়স হিসেব করতে হবে ১ লা জুলাই,২০২১ তারিখের পরিপ্রেক্ষিতে। |
|
|
আবেদন পদ্ধতি |
আবেদন করা যাবে অনলাইন/অফলাইন/বাই হ্যান্ড এর মাধ্যমে। অনলাইনে আবেদন করার জন্য অফিশিয়াল ওয়েবসাইট www.howrahzilaparishad.in-এ গিয়ে আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করার জন্য প্রয়োজনীয় আবেদনপত্রটি ডাউনলোড করে সঠিকভাবে পূরণ করতে হবে। এবং আবেদনপত্রটি পাঠানোর ঠিকানা হলো- Office of the District Magistrate Howrah, Old Collectorate building, Social Welfare Section, 1 No. Rishi Bankim Chandra RD, Howrah |
অফিসিয়াল বিঞ্জপ্তি |
|
অফিসিয়াল সাইট |
আরো পড়ুন- কিষান সম্মান নিধি প্রকল্পের মোবাইল নাম্বার সমস্যা সমাধান কি? |
|
সমস্ত সরকারি ও বেসরকারি চাকরির খবর সহ সমস্ত স্কলারশিপ ও সরকারি প্রকল্পের খবর সবার আগে পেতে আজই প্লে-স্টোর থেকে ডাউনলোড করুন আমাদের WB Job News অ্যাপ।
|
বিঃ দ্রঃ এই সাইটের সমস্ত চাকরির খবর নির্দিষ্ট ওয়েবসাইট থেকে প্রকাশ করা নোটিসের ওপর ভিত্তি করে লেখা হয়। |
এরকম আরো খবর পেতে আপনি আজই যুক্ত হন আমাদের টেলিগ্রাম গ্রুপে- Link |
কলমে- তিয়াসা সান্যাল (রায়গঞ্জ, উত্তর দিনাজপুর) |