অন্যান্য

Padma Setu Toll Tax: পদ্মা সেতুতে কোন গাড়ির জন্য কত টাকা টোল ট্যাক্স? জানলে অবাক হবেন

বাংলাদেশের নতুন নির্মীয়মান পদ্মা সেতু (Padma Setu) এখন সকলেরই আলোচনার বিষয়। অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে এই বিশাল সুবৃহৎ ব্রিজ তৈরীর মাধ্যমে বাংলাদেশ সারা বিশ্বে সুনাম অর্জন করেছে। প্রায় ৬.১৫ কিমি দীর্ঘ এই দোতালা ব্রিজে নীচের তলায় রেলপথ ও উপরে সড়কপথের ব্যবস্থা রয়েছে। এই সেতুর মাধ্যমে বাংলাদেশের ১৯ টি জেলার সঙ্গে সড়কপথে যোগাযোগ ব্যবস্থা স্থাপন করা হয়েছে যার ফলে বাংলাদেশের অর্থনীতিও চাঙ্গা হবে। বিশেষজ্ঞদের মতে, পদ্মা সেতুর ফলে বাংলাদেশের জিডিপি ১.২৩% বাড়বে। পদ্মা সেতু নির্মাণের ফলে ঢাকা ও কলকাতার যাতায়াতের সময়ও প্রায় অর্ধেক হয়ে যাবে।

তবে আপনি ফ্রিতে পদ্মা সেতুতে যাতায়াত করতে পারবেন না। পদ্মা সেতু নির্মাণের জন্য যে বিরাট পরিমান অর্থরাশি (প্রায় ৩০,০০০ কোটি টাকা) খরচ হয়েছে তা তোলার জন্য দায়িত্বপ্রাপ্ত কোম্পানির সাহায্যে বাংলাদেশ সরকার পদ্মাসেতুতে টোল আদায় করবে। সেতুর দু’প্রান্তে ১৪ টি ইলেকট্রিকস টোল কালেকশন বুথের মাধ্যমে এই টোল ট্যাক্স আদায় করা হবে। মাত্র তিন মিনিটে আধুনিক টেকনোলজির মাধ্যমে গাড়ির উইনশিল্ডে রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিটি কার্ড লাগিয়ে প্রিপেইড কার্ডের মাধ্যমে অটোমেটিক ভাবে টোল ট্যাক্স আদায়ের পরিকল্পনা রয়েছে সরকারের।

বর্ষাকালে মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে এই ব্যাবসা শুরু করুন, মাসে আয় ৩০-৩৫ হাজার টাকা

চলুন এবার জেনে নেওয়া যাক, কোন গাড়িকে কতো টাকা টোল ট্যাক্স দিতে হবে (Padma Setu Toll Tax):-

• মোটরসাইকেল –১০০ টাকা

• চার চাকা ছোটো গাড়ি, এসউভি – ৭৫০ টাকা

• পিকআপ গাড়ি – ১,২০০ টাকা

• মাইক্রোবাস – ১,৩০০ টাকা

• মিনিবাস – ১,৪০০ টাকা

• যাত্রীবাহী মাঝারি বাস – ২,০০০ টাকা

• বড়ো যাত্রীবাহী বাস (৩ অ্যাক্সেল পর্যন্ত) – ২,৪০০ টাকা

• ট্রাক (৫ টন অবধি) – ১,৬০০ টাকা

• ট্রাক (৫ থেকে ৮ টন) – ২,১০০ টাকা

• ট্রাক (৮ থেকে ১১ টন) – ২,৮০০ টাকা

• ট্রাক (৩ অ্যাক্সেল) – ৫,৫০০ টাকা

• ট্রেইলার (৪ অ্যাক্সেল) – ৬,০০০ টাকা

• ট্রেইলার (৪ অ্যাক্সেলের থেকে বেশি)– ৬,০০০+১,৫০০ (প্রতি অ্যাক্সেল) টাকা

এইরকম আরও নানান গুরুত্বপূর্ণ খবর পেতে আমাদের ওয়েবসাইটটি ফলো করুন এবং নীচের ডানদিকের টেলিগ্রাম আইকনে ক্লিক করে আজই জয়েন হোন আমাদের টেলিগ্রাম চ্যানেলে

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button