জানা অজানা

Youtube – হাজার ভিউজে ইউটিউব থেকে কতো টাকা পাওয়া যায়?

বর্তমান সময়ে যুবসমাজ দিনের একটা বড়ো অংশ ইউটিউবে খরচ করে। এখানে যেরকম বিভিন্ন মানুষ বিভিন্ন রকমের ভিডিও দেখে নিজেদের সময় অতিবাহিত করে, ঠিক সেরকমি কিছু মানুষ বিভিন্ন টপিকের ওপর ভিডিও বানিয়ে টাকা রোজকার করে। সাধারণ মানুষ যারা ইউটিউব ব্যবহার করে তাদের একবার হলেও মনে নিশ্চই হয়েছে Youtube থেকে ঠিক কতো টাকা রোজকার করা সম্ভব? ১০০০ ভিউজেই বা ইউটিউব কতো টাকা দেয়। আজ আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে চলে এলাম।

মূলত যারা ইউটিউবে কন্টেন্ট বানিয়ে রোজকার করে তারা কতো টাকা ইনকাম করে খুব সহজে তারা এটা বলে না। আমিও আজ ইউটিউবের বিশেষ কোনো ব্যাক্তি বা কোম্পানির ইনকাম নিয়ে আলোচনা করবো না। আলোচনা করবো Youtube হাজার ভিউজে কতো টাকা দেয় সেই নিয়ে।

খুব সাদামাটা ভাষায় বলতে গেলে ইউটিউব নিজে থেকে কাউকে কোনো টাকা দেয় না। ইউটিউব মূলত কোনো একজনের ভিডিওতে অন্য কোনো কোম্পানির অ্যাড রান করে। এবং এই অ্যাড রান করার জন্য ইউটিউব সেই কোম্পানির কাছ থেকে কিছু টাকা চার্জ করে। তারপর সেই টাকার থেকে নিজেদের কমিশন রেখে বাকি টাকাটা যার যার চ্যানেলে সেই অ্যাড দেখানো হয়েছিল তাদের পাঠিয়ে দেয়।

রাজ্যে বহু শূন্যপদে আশা কর্মী নিয়োগ। মাধ্যমিক পাশে আবেদন করুন

আরো সহজ ভাবে বললে ধরুন আপনি ইউটিউব এবং আমার একটি ইউটিউব চ্যানেল রয়েছে এবং রমেশ একটি নতুন কোম্পানি খুলেছে। এবার রমেশ তার কোম্পানি প্রোমোট করবার জন্য আপনার কাছে অর্থাৎ ইউটিউবের কাছে যাবে। Youtube সেই অ্যাড দেখানোর পরিবর্তে রমেশের কাছ থেকে কিছু টাকা নেবে। এবং আমার ইউটিউব চ্যানেলে Youtube সেই অ্যাড রান করবে। অবশেষে রমেশের থেকে নেওয়া টাকার থেকে নিজের কমিশন কেটে নিয়ে বাকিটা গুগল আমাকে দিয়ে দেবে।

আসলে আমরা যে সহজ প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম সেটা কোনো সহজ প্রশ্নই ছিল না। ব্যাপারটা জটিল। তবে শেষ উত্তরটা সহজ ভাবে দেবার চেষ্টা করবো। হাজার ভিউতে মূলত ২৫-৩০ টাকার মধ্যে দেওয়া হয়ে থাকে। এবার এই বিষটাকেও আরো বিস্তারিত ভাবে বলা যেতে পারে।

মাধ্যমিকে ভৌতবিজ্ঞানের ভয় হবে দূর। দারুন কিছু পরামর্শ বিখ্যাত মাস্টারমশাই এর

যেমন ধরুন, আপনি হাজার ভিউতে কতো পাবেন সেটা ডিপেন্ড করবে আপনার ইউটিউবের কন্টেন্ট কিসের ওপর রয়েছে। বেশ কিছু টপিক রয়েছে যেগুলোর ভ্যালু খুবই বেশি, যেমন:- ইন্স্যুরেন্স। আপনার ভিডিও যদি ইন্স্যুরেন্স এর ওপর হয় এবং আপনার ভিডিওতে যদি ১০০০ ভিউ আসে তবে আপনি ১০০ টাকার থেকে ১০০০ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন। আবার আপনার ভিডিও যদি শুধু মাত্র এন্টারটেইনমেন্ট চ্যানেল হয় তবে আপনি হাজার ভিউজে ২৫ টাকা থেকে ৩০ টাকা পেতে পারেন।

ওপরে যে উদাহরনটি দিলাম সেটাই যে একদম সঠিক হিসেব তেমনটা নয়। হাজারটা বিষয়ের ওপর নির্ভর করে ইনকাম। তাই প্রশ্নটা যতোটাই সহজ উত্তরটা ততোটাই জটিল।

Related Articles

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button