জানা অজানা

Traffic Challan – কোন ট্রাফিক আইন ভাঙলে কতো টাকা জরিমানা হয়? লিস্ট দেখে নিন।

আমরা যারা দুচাকা বা চারচাকা নিয়ে সমস্ত জায়গায় যাতায়াত করি তাদের বিভিন্ন সময়ে ট্রাফিক পুলিশের মুখে পড়তে হয়। কখনো ট্রাফিক পুলিশ ট্রাফিক আইন ভাঙার জন্য গাড়ি দাঁড় করায়, কখনো বা কাগজ পত্র চেক করবার জন্য। কিন্তু কোন ট্রাফিক আইন ভাঙলে কতো টাকা জরিমানা (Traffic Challan) হয় সেটা না জানা থাকলে আমরা অনেকেই ট্রাফিক পুলিশের তৈরি করা চালান অনুযায়ী তাদের টাকা দিতে বাধ্য হই।

তাই আজ আমরা এই পোস্টে আলোচনা করবো, ট্রাফিক পুলিশের বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রাফিক আইন নিয়ে এবং সেগুলো ভাঙলে সরকারি ভাবে কতো টাকা জরিমানা বা Traffic Challan হবার কথা। এই লিস্টে আমরা মোট সচরাচর ঘটে থাকা ১০ টি ট্রাফিক আইন নিয়ে আলোচনা করবো।

পিএম কিষাণের নিয়মে আনা হলো দুই বড়ো পরিবর্তন। করতে হবে এই দুটি কাজ

(ক) দুচাকা হোক বা চারচাকা গাড়ি চালাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটির দরকার পরে সেটি হলো ড্রাইভিং লাইসেন্স। যদি কোনো ব্যাক্তি ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালায় তবে তার ৫০০০ টাকা জরিমানা হবে।

(খ) কোনো গাড়ি চালক RC ছাড়া গাড়ি চালালে তার সরকারি নিয়ম অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা হবে।

(গ) গাড়ির আরো একটি গুরুত্বপূর্ণ ডকোমেন্স বীমার কাগজ। এটি যদি কোনো চালকের কাছে না থাকে তবে তার ৫ হাজার টাকা জরিমানা হবে।

(ঘ) কোনো ব্যাক্তি যদি হেমলেট ছাড়া গাড়ি চালায় তবে তার ১ হাজার টাকা জরিমানা হবে। এখানে মনে রাখা প্রয়োজন যে, গাড়িতে যদি দুজন থাকে এবং কেবল একজনের মাথায় হেলমেট থাকে তবুও এই ট্রাফিক আইন লাগু হবে।

সমস্ত খবর সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন – Link

(ঙ) অতিরিক্ত স্পিডে গাড়ি চালালে চালককে তার পকেট থেকে খসাতে হবে ২০০০ টাকা।

(চ) কোনো নাবালক যদি গাড়ি চালাতে গিয়ে ধরা পড়ে তবে তাকে ভড়তে হবে ২৫ হাজার টাকা পর্যন্ত।

(ছ) পারমিট ছাড়া গাড়ি চালালে গাড়ি চালককে খসাতে হবে ১০ হাজার টাকা।

(জ) গাড়িতে অতিরিক্ত লোক বসলে প্রতি মাথা পিছু ট্রাফিক পুলিশকে দিতে হবে হাজার টাকা।

(ঝ) নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালালে গাড়ির মালিককে জরিমানা করা হবে ১০ হাজার টাকা এবং সঙ্গে ৬ মাসের জেল। একই ভুল দ্বিতীয়বার করলে ১৫ হাজার জরিমানা সহ হবে ২ বছরের জেল।

(ঞ) চারচাকায় সিটবেল্টের ব্যাবহার না করলে গাড়ি চালককে ভড়তে হবে ১ হাজার টাকা জরিমানা।

প্রসঙ্গত বলে রাখা উচিৎ যে, কোনো ব্যাক্তির যদি নির্দিষ্ট কাগজপত্র বাড়িতে থেকে থাকে, তবে সেই ব্যাক্তি Mparivahan and Digilocker অ্যাপের মধ্যেও নিজেদের ডকোমেন্স ট্রাফিক পুলিশকে দেখাতে পারেন। আপনার অনলাইনে থাকা ডকোমেন্স হার্ড কপির মতনই গ্রহনযোগ্য হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button