টেক নিউজ

ঘরে বসে Cast Certificate অর্থাৎ SC, ST, OBC কার্ডের জন্য আবেদন করবেন ও ডাউনলোড করবেন কীভাবে?

Cast Certificate এর জন্য আবেদন ও ডাউনলোড পদ্ধতি জানতে পড়ুন বিস্তারিত।

অনলাইনে বাড়ি বসে Cast Certificate অ্যাপ্লিকেশন করা যাচ্ছে। আপনি SC, ST,OBC যেকোনো ধরনের সার্টিফিকেট বিভিন্ন কাজে বিভিন্ন অফিসে জমা দিতে কাজে লাগে বিভিন্ন সময়ে। কিন্তু এই সার্টিফিকেট বিভিন্ন প্রাশাসনিক জায়গা থেকে তুলতে কালঘাম ছুটে যায় বিভিন্ন লোকের। এবার সেই দিন শেষ । এখন থেকে অনলাইনেই করা যাবে আবেদন।

কাস্ট সার্টিফিকেটের (Cast Certificate) অফিসিয়াল ওয়েবসাইটে যান সেখানে sc,st, obc সিলেক্ট করুন। এরপর মোবাইল নাম্বার চাওয়া হবে। এপিক নাম্বার বা আধারের বা খাদ্যসাথীর যেকোনো একটি নাম্বার চাওয়া হবে। একের পর এক জন্মতারিখ, জন্মস্থান, জেলা, থানা, গ্রাম, শহরের নাম জেনে নেবে।

আধার কার্ডের সুরক্ষা নিয়ে চিন্তিত? ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক ক্লিকেই করে ফেলুন সমাধান, কীভাবে জানুন?

এই ফর্ম ফিল আপের পর আবার সেকেন্ড পার্ট আসবে যেখানে শেষ ছয় মাস যেখানে আছেন সেখানের প্রমাণপত্র, পিতার নাম, রাজ্যের নাম, জেলা, পুলিশ স্টেশন, ওয়ার্ড, জিপি, গ্রাম, পাড়া, হাউস নং, রাস্তা, পোস্ট অফিস, পিন কোড , রিলিজিয়ন, জেলা সব জায়গাগুলো পারসনাল ডিটেলস এর ফর্ম ঠিক ভাবে ফিল আপ হলে, আপনাকে যে দুজন রেফার করেছে এই জাতির অন্তর্ভুক্ত কিনা তাদের দুজনের নাম এবং ঠিকানা জেনে নেওয়া হবে।

পরবর্তী ধাপে নিজের সব ডাটা আপলোড হলে আপনার পরিবারে যার কাছে সার্টিফিকেটের নাম্বার আছে সেটা দিতে হবে। এই ব্যাক্তির আধার কার্ড,ভোটার কার্ডের জেরক্সও দিতে হবে। এর সাথে আবেদনকারীর বাবার পাসপোর্ট ফটো সহ আধার ভোটার কার্ড দিতে হবে।

কাস্ট সার্টিফিকেটের (Cast Certificate) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এরপর ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। এর জন্য আপনাকে কোথাও কাউকে টাকা দিতে হবেনা। এই ব্যাবস্থা অন্য কারোর মাধ্যমে করতে চাইলেই অনেক টাকা দিতে হত। অতি সহজেই যেকোনো কাজের জন্য করে রাখুন এটি অত্যন্ত দরকারি যেহেতু আমাদের দেশের সরকার এটা দেখে অনেক সুবিধাই দিয়ে থাকেন।

দেশের 5টি ব্যাংক কে 6 মাসের জন্য কঠোর শাস্তি, টাকা তুলতে পারবেন না গ্রাহকেরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button