Apon Bangla Card – পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প, আপন বাংলা কার্ড, কি কি সুবিধা পাবেন পাবেন?
Apon Bangla Card – কীভাবে করবেন এই কার্ড, জানুন বিস্তারিত।
পশ্চিমবঙ্গ সরকার মাঝে মাঝেই বিভিন্ন প্রকল্প চালি করে থাকেন। আপন বাংলা প্রকল্প (Apon Bangla Card) তার মধ্যে একটি। গোটা পৃথিবীতে অর্থনৈতিক মন্দা চলছে একনাগাড়ে। পৃথিবীর সমস্ত বড়ো কোম্পানিগুলি ছাঁটাই করতে বাধ্য হয়েছে। দেশজুড়ে বড়ো শিল্পগুলিও থমকে আছে। রাজ্যে বেকারত্বের হার সর্বোচ্চ।
এই মূহুর্তে রাজ্য সরকার চাইছে তাও প্রত্যেক যুবককে কাজ দিতে (Apon Bangla Card)। ছোটো ছোটো শিল্পে বিনিয়োগ আনার চেষ্টা করছে সবসময় রাজ্য সরকার। প্রতি বছর বিশ্ব বাণিজ্য সন্মেলনের আয়োজন করা হয় মুখ্যমন্ত্রীর আহ্বানে। সেখানে প্রতি বছর দেশ বিদেশ থেকে প্রথম সারির শিল্পপতিরা আসে। রাজ্য প্রতি বছর কমবেশি বিনিয়োগও করে। সেখানে রাজ্যের যুব সমাজ চাকরির সুযোগ পাচ্ছে।
রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের বিরাট উদ্যোগ, বহু APL কার্ডকে BPL করা হচ্ছে, দেখে নিন লিস্ট।
এর সাথে সাথেই রাজ্য চায় দেশের যুবসমাজ চাকরির সাথে তাল মিলিয়ে ব্যাবসা করুক। এখনকার দিন অনেকেই স্টার্ট আপ শুরু করতে চায়। তার জন্য তাদের দরকার ফান্ডিং। এই কারণে সরকার ছোটো ছোটো লোন দিতে শুরু করেছে। বিভিন্ন প্ল্যান দেখিয়ে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দেখিয়ে সরকারি বিভিন্ন প্রকল্পের সুযোগ পাওয়ার পথ করে দিয়েছে।
বিদেশী থাকা বাঙালিরা এমনকি ভারতীয়রা যাতে সরাসরি পশ্চিমবঙ্গে বিনিয়োগ করতে পারে সেই পথ খুলে দিল পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সবসময় চেয়ে এসেছে জাতি ধর্ম নির্বিশেষে প্রত্যেকে সমান সুযোগ পাক। কিন্তু এখানে বড়ো শিল্পের অভাব বেশ আর তাতেই সমস্যায় পড়েছে অনেকে। বাধ্য হয়ে দেশ, রাজ্য ছাড়তে হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের নতুন প্রকল্প আপন বাংলা কার্ড এখানে একজন ইচ্ছুক প্রবাসী এখানে রেজিস্টার করলেই সরকারপক্ষ যোগাযোগ করবে। প্রথমেই আবেদনকারীকে Apon Bangla সরকারি পোর্টালে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে (Apon Bangla Card)। এরপর বাংলা পোর্টাল খুলে যাবে।
একে একে ছবি, সই, পাসপোর্ট, ঠিকানার কাগজ সব আপলোড করতে হবে। সমস্ত ডকুমেন্ট আপলোড হয়ে গেলে ইমেলে একটি লিঙ্ক আসবে। তারপর আপন বাংলা কার্ড ডাউনলোড করতে পারবে। তাহলে আপনি যেকোনো খাতে রাজ্যে বিনিয়োগ করতে পারবে।
বাংলার নতুন প্রকল্প, আপন বাংলা কার্ড, এই কার্ড কিভাবে করবেন, কি কি সুবিধা পাবেন।
Vill- Bazrapukur
Po-Nayabazar
Ps-tapan
Pin-733142