Atal Bihari Vajpayee Scholarship 2023 – অটল বিহারী বাজপেয়ী স্কলারশিপে আবেদন করলেই মিলবে পড়াশোনার সব খরচ, জেনে নিন খুটিনাটি।
Atal Bihari Vajpayee Scholarship এ কীভাবে আবেদন করবেন জানতে হলে পড়ুন বিস্তারিত।
কেন্দ্রের তরফে শুরু করা হলো আরো এক স্কলারশিপ। এই স্কলারশিপের নাম হল Atal Bihari Vajpayee Scholarship. ৮৫ শতাংশ নাম্বার থাকা দরিদ্র বাড়ির ছেলেমেয়েরা পাবে এই স্কলারশিপ। প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ভারতবর্ষের ট্যালেন্টদের তুলে আনতে একের পর এক স্কলারশিপ প্রোগ্রাম চালু করছে।ভারতবর্ষের মতো আর্থিকভাবে পিছিয়ে পড়া একটি দেশে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্ন সবাই পূর্ণ করতে পারেনা। পূর্ববর্তী সময় অবধি দেশের সরকার স্কুল শিক্ষার শুধুমাত্র জোর দিয়েছিল যেখানে অনেকাংশ শিক্ষা সামগ্রী থেকে বিদ্যালয়ের খরচের ভার সরকার বহন করতো। কিন্তু এই সময়ে রাজ্য সরকার থেকে কেন্দ্র সরকার প্রত্যেকেই উচ্চশিক্ষায় সাহায্যের জন্য বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম চালু করে।
ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীর নামে নরেন্দ্র চালু করেছে এই স্কলারশিপ (Atal Bihari Vajpayee Scholarship) ২০২০-২০২১ শিক্ষাবর্ষে। ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস(ICCR)A2R পোর্টালে শুরু হয়েছে ফর্ম ফি আপের কাজ। ২০ ফেব্রুয়ারি থেকে ৩০এপ্রিল পর্যন্ত এই স্কলারশিপের ফর্ম ফিল আপের কাজ চলবে। ভারতের বাইরে মিশনগুলির থেকে বৃত্তি পাওয়া এবং অফার লেটার পাওয়ার শেষ তারিখ ৩০শে জুন। দেশে নির্বাচিত প্রার্থীদের জানানোর শেষ তারিখ ৩১শে মে।
আবেদন করুন ইন্দিরা গান্ধী স্কলারশিপে এবং পেয়ে যান বার্ষিক ৩৬,২০০ টাকা
তবে বিদেশে প্রার্থীরা ১৫জুলাই অবধি নিতে পারবে অফার লেটার। কোনো প্রার্থী যদি তার স্নাতকের পড়াশোনার জন্য আবেদেন করে তাহলে তার বয়স হতে হবে ১৮-৩০ বছর। আর কোনো প্রার্থী যদি পিএইচিডি প্রোগ্রামের জন্য আবেদন করতে চায় তার বয়স হতে হবে ১৮-৪৫ বছর। এখানে আবেদনের আবেদন অন্যতম গুরুত্বপূর্ণ শর্ত ইংরাজিতে দখল থাকা। প্রত্যেক শিক্ষার্থী প্রায় ২৫০০০ টাকা পাবে (Atal Bihari Vajpayee Scholarship)।
শুধু মেইনস্ট্রিম বিষয়গুলি নয় দেশের সরকার নাচ, গানের মতো বিষয়গুলিকে সমান গুরুত্ব দিয়ে ওপরের সারিতে তুলে আনছে। এই বিষয় গুলি নিয়ে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার কথা ভাবেনা কিন্তু বর্তমানে পরিকাঠামোয় কেউ সহজেই পড়তে পারে। রজত জয়ন্তী বৃত্তি যোজনা ( পিজি এবং ডক্টোরাল কোর্সের জন্য ), লতা মঙ্গেশকর নৃত্য ও সঙ্গীত বৃত্তি যোজনার ফর্ম ফিল আপের কাজ শুরু হয়েছে, ২০ফেব্রুয়ারি থেকে৩০এপ্রিল অবধি পোর্টালের কাজ চলবে। দেশের সরকার অর্থনৈতিকভাবে প্রতিটি স্তরে থাকা স্কলার দের গুরুত্ব দিয়ে দেশের ভবিষ্যত করতে চাইছে।
স্কুল কলেজে ভর্তি হলেই স্কলারশিপ দিচ্ছে Jio, নগদ টাকা পেতে ক্লিক করুন।
PolashDutta
I need scholarship.
Hi