সরকারি প্রকল্প

Aadhar Card Update – ঘরে বসে মাত্র 5 মিনিটে আধার কার্ডের তথ্য পরিবর্তন করবেন কীভাবে? না জানলে জানুন।

Aadhar Card Update – এক ক্লিকেই সমাধান।

বাড়ি বসেই আধার কার্ড আপডেটের (Aadhar Card Update) ব্যাবস্থা চলে এলো। ভারতবর্ষে ডকুমেন্ট ভেরিফিকেশনের মধ্যে যে ডকুমেন্টগুলি লাগে তার মধ্যে আধার কার্ড থাকে বেশ উপরের দিকে। সময়ের পরিবর্তনের সাথে সমস্ত ডাটার কাগজই আপডেট করতে হয়। প্রায় প্রতিটি ডকুমেন্টকেই বিভিন্ন ভাবে যুক্ত করছে কিছু উপায়ে দুর্নীতি আটকাতে।

এই ডকুমেন্টগুলিতে অনেক ভুল তথ্য চলে আসে মাঝেমাঝে। আগে ব্যাঙ্কে সাইবার ক্যাফেতে লম্বা লাইন দেওয়ার ভয়ে আপডেটের কাজগুলি করতো না কিন্তু এখন সেই কাজগুলি বাড়ি বসেই করতে পারবে।
UIDAI এর সেল্ফ সার্ভিস ওয়েবসাইটে যেতে হবে ।

আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা আছে তো? চেক করবেন কিভাবে?

সেখানে আপনার আধার নাম্বার দিলেই ক্যাপচা আসবে।
সেটা দেওয়ার পরই সেন্ড অপশনে ক্লিক করুন যে নাম্বারটা আধারের সাথে যুক্ত আছে সেটা অবশ্যই দেবেন কারণ তাতে ছাড়া অন্য নাম্বারে ওটিপি আসবেনা।
এরপর ‘procced to update online’ অপশন চলে আসবে আর যেখানে আপনার তথ্য ভুল আছে সেটা ঠিক করে নিন।

আধারের ভুল তথ্য আপনাকে বড়ো বিপদে ফেলতে পারে নাহলে। এই আধার কার্ডের সব তথ্য ঠিক থাকলে তবেই ব্যাঙ্কে টাকা তোলা যাবে ঠিক করে, রেশন পাওয়া যাবে। আধার ভেরিফিকেশন ছাড়া তো রেশন ও দেয়না। তাই এই আপডেটগুলি (Aadhar Card Update) করতে নূন্যতম একটা চার্জ কাটে কোনোরকম ভাবেই ফেলে রাখবেননা।

প্রায় সমস্ত সিস্টেমকেই ডিজিটাল করতে গিয়ে কেন্দ্রের সরকারের তরফেই আধারেও বিভিন্ন পরিবর্তন এনেছে। যেমন আধারের সাথে ফোন নাম্বার যুক্ত করা এখন বাধ্যতামূলক আর তা না হলে সেই আধার কোনো কাজে আসবেনা। ফটো আইডেন্টিটিফিকেশনের জন্য আধার বেশ গুরুত্ব পায়।

গরীব মানুষের জনপ্রিয় সঞ্চয় প্রকল্প, মাত্র একবার টাকা জমিয়ে সারাজীবন মাসে মাসে সংসার খরচ পান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button