টেক নিউজ

Pan Card – প্যান কার্ড হারিয়ে ফেলেছেন? ঘরে বসে মাত্র 50 টাকায় বানিয়ে ফেলুন ডুপ্লিকেট প্যান কার্ড।

Pan Card -কীভাবে করবেন জানুন?

আপনি যদি কোনো ভাবে প্যান কার্ড (Pan Card) হারিয়ে ফেলেন তাহলে সত্যিই সেটা একটা বড়ো সমস্যার কথা। একবার হারিয়ে ফেললে আর অরিজিনাল প্যান কার্ড পাওয়া যাবেনা। কিন্তু আমরা সকলেই জানি প্যান কার্ড ছাড়া আমরা কোনো আর্থিক লেনদেনের কাজ করতে পারবনা। সেটা সাধারণ ব্যাঙ্কের কাজ হোক বা ইনভেস্টমেন্টের কাজ। তাই ডুপ্লিকেট প্যান কার্ডের আবেদন তো করতেই হবে।

অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রথমে আয়কর দপ্তরের। সেখানে গেলেই প্যান কার্ড (Pan Card) পুনর্মুদ্রণ ডাটাতে পরিবর্তন ও সংশোধন বলে অপশন আসবে। আর তারপরই নাম ফোন নাম্বার জন্মতারিখের ফর্মটি ফিল আপ করুন। আপনার প্যান কার্ডের সাথে যুক্ত ইমেলে একটি টোকেন নাম্বার আসবে। এরপরই আপনার সমস্ত ব্যাক্তিগত তথ্য চেয়ে নেওয়া হবে।

আধার প্যান লিঙ্ক বাধ্যতামূলক নয়, ঘোষণা করল সরকারি দপ্তর।

আবেদনকারির থেকে জানতে চাওয়া হবে কোন মোডে জমা দিতে চায় আবদেনপত্র ফিজিকালি, ই কেওয়াইসি, ইসাইনিং। যদি ই কেওয়াইসি ই সাইনিং বেছে নেন তাহলে আপনার আপডেটেড আধার কার্ড লাগবে যার সাথে ফোন নাম্বার যুক্ত আছে তাতে ওটিপি যাবে। আপনি ডিজিটাল সাইন করে জমা দেন ওখানেই। এরপর পাসপোর্ট, ডিজিটাল স্বাক্ষর এবং বাকি সব ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন।

তারপরই সুরক্ষার জন্য ওটিপি আসবে আপনার কাছে। প্যান কার্ড তৈরির চার্জটি আপনি পে করে দিলেই সঙ্গে সঙ্গে মেলের মাধ্যমে ই প্যান কার্ড (Pan Card) চলে আসবে। বাড়িতে পোস্ট অফিসের মাধ্যমে ১০-১৫ দিনের মধ্যে প্যান কার্ড চলে আসবে।

হারিয়ে গেছে বলে ফেলে রাখবেন না এই কাজটি। যত দেরি করবেন আপনার নথি জালিয়াত হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়বে। বেশিদিন রাখলে সাইবার ক্রাইমের সাথে যুক্ত ব্যাক্তিররা এই নাম্বারকে কাজে লাগিয়ে কোনো তথ্য বের করে নিলেও আপনি জানতে পারবেন না কিন্তু ক্ষতি হয়ে যাবে।

আগামী মাস থেকে রেশনে পাবেন, নতুন সামগ্রী, কোন কার্ডে কতটা পাবেন? রেশন কার্ডে যুক্ত হলো নতুন সুবিধা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button