সরকারি প্রকল্প

আবেদন করুন কিষান ক্রেডিট কার্ড-এ এবং পেয়ে যান ৩ লক্ষ টাকা । How to apply for Kisan Credit Card

কৃষকদের চাষবাসের কাজে আর্থিকভাবে সহায়তা করার জন্য সরকার কিষান ক্রেডিট কার্ড চালু করেছে। এর মাধ্যমে কৃষকরা খুব স্বল্প পরিমাণ সুদে লোন নিয়ে চাষবাসের কাজ করতে পারবে। পরে সেই চাষবাসের কাজ করে তার ফলন বিক্রি করে সেই সুদ পরিশোধ করে দিতে পারে। নিজস্ব জমি ছাড়াও লিজ নেওয়া জমি কিংবা শেয়ারে চাষ করা জমির ক্ষেত্রেও নেওয়া যাবে এই লোন। এই কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে সর্বোচ্চ ৩ লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবে কৃষকরা।

এই কিষান ক্রেডিট কার্ডের লোনের জন্য কৃষকরা ব্যাংকে গিয়ে আবেদন করতে পারবে। তাছাড়াও অনলাইনের মাধ্যমেও আবেদন করা যাবে। অনলাইনের মাধ্যমে আবেদন করার ক্ষেত্রে CSC এর মাধ্যমে করতে হবে। চলুন জেনে নেওয়া যাক কীভাবে অনলাইনের মাধ্যমে কিষান ক্রেডিট কার্ডের লোনের জন্য আবেদন করতে হবে।

এরকম আর‌ও তথ্য সবার আগে পেতে ডানদিকের নীচে থাকা টেলিগ্রাম  আইকনে ক্লিক করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন।

• অনলাইনের মাধ্যমে কিষান ক্রেডিট কার্ডের লোনের জন্য আবেদন পদ্ধতি:-

(সবার প্রথমে আপনাকে এমন একজনের ক্যাফেতে যেতে হবে যার CSC আইডি রয়েছে, তারপর নীচের পদ্ধতিগুলি অবলম্বন করতে হবে।)

(১) সবার প্রথমে কিষান ক্রেডিট কার্ডের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
(২) এরপর KCC Apply অপশনে ক্লিক করতে হবে।
(৩) KCC Loan এ আবেদন করতে হলে কৃষকের আধার নাম্বার বসিয়ে সাবমিট করতে হবে।
(৪) এরপর কৃষকের পি এম কিষানের আইডি নাম, মোবাইল নাম্বার , অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে।
(৫) সবশেষে জমির পরিমাণ, কত টাকা লোন নেওয়া হবে এসব উল্লেখ করে সাবমিট করতে হবে।

আরও পড়ুন:- Jawaharlal Nehru Memorial Fund Scholarship: Stipend Rupees 18000

• অফিসিয়াল ওয়েবসাইট:- Link

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button