New Ration Card – ঘরে বসে রেশন কার্ডে নতুন সদস্যের নাম যুক্ত করবেন কীভাবে? এক ক্লিকেই সমাধান।
New Ration Card – বাড়ির নতুন সদস্যের নাম রেশন কার্ডে যুক্ত করতে করুন এই কাজটি।
কেন্দ্র সরকার আর্থিকভাবে পিছিয়ে থাকা পরিবারগুলির জন্য রেশন ব্যাবস্থা চালু করেছিল (New Ration Card)। প্রায় ৮০ কোটি পরিবার এই প্রকল্পের অধীনে পড়ে। এই রেশন ব্যাবস্থাই অনেক পরিবারের অন্নসংস্থান করে। ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে তাই রেশন ব্যাবস্থায় বিভিন্ন পরিবর্তন চালু হলেও বন্ধ হয়ে যায়নি কোনোদিন রেশন ব্যাবস্থা।
এই ব্যাবস্থায় যাতে কেউ কোনো বঞ্চনার শিকার না হয় তাই ডিজিটাল রেশন ব্যাবস্থা চালু করেছে (New Ration Card)। এতে প্রত্যেকে সে তার রেশনের সমান ভাগ পায়। এখন আবার রেটিনার মাধ্যমে আধার শনাক্ত করে মাল দেওয়ার পদক্ষেপ নিচ্ছে। এই রেশন ব্যাবস্থাই কিছু অসুবিধারও স্বীকার হয় অনেকে। যেমন বিয়ের পর বা নতুন বাচ্চা হওয়ার পর তাদের নাম রেশন কার্ডে তোলা নিয়ে টালবাহানা চলে।
রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের বিরাট উদ্যোগ, বহু APL কার্ডকে BPL করা হচ্ছে, দেখে নিন লিস্ট।
কোভিডের সময় দেশজোড়া হাহাকারে এক দেশ এক রেশন কার্ড চালু করেছে সরকার। নাহলে অনেকেই পরিযায়ী শ্রমিকের কাজ করতে বাইরের রাজ্যে থাকে আর সেই মাল রেশন ডিলাররা চড়াদামে খোলা বাজারে বিক্রি করে। অনেক সময় পরিবারের লোকেরাও সেই রেশন তুলে নেয় না জানিয়ে।
নতুন বছরে কেন্দ্র কিছুটা করে প্রত্যেক পরিবার পিছু রেশনের খাদ্যশস্যের পরিমাণ এবং দামে পরিবর্তন আনছে। প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পের জন্য কেন্দ্র রাজ্যগুলিকে ভর্তুকি দেয় ৩.৯১ লক্ষ্য কোটি টাকার।
বাড়িতে নতুন সদস্য এলে তার বার্থ সার্টিফিকেট এবং বাড়ির বাবা মার রেশন কার্ডের ডকুমেন্ট নিয়ে গিয়ে ফর্ম ফিল আপ করুন (New Ration Card)। বাড়িতে যদি কেউ নতুন বিয়ে করে সেই ক্ষেত্রে নতুন বউয়ের ম্যারেজ সার্টিফিকেট এবং বাবা মার রেশন কার্ড, আধার কার্ড নিয়ে গিয়ে ফুড ডিপার্টমেন্টের ওয়েবসাইটে যেতে হবে, সেখান থেকে লগ ইন করে আইডি তৈরি করতে হবে আগে যদি করা থাকে তাহলে শুধুমাত্র পাসওয়ার্ড দিয়ে খুলে হোম পেজে ঢুকে নতুন আধার কার্ডের লিঙ্কে ঢুকে ডকুমেন্ট আপলোড করতে হবে। এরপর ফুড সাপ্লায়ার্সের অফিসাররা সেটা ভেরিফাই করবে। কিছুদিনের মধ্যেই রেশন কার্ড হাতে পেয়ে যাবে।
বয়স্ক নাগরিকদের প্রতি মাসে ৫০০০ টাকা দেবে সরকার, প্রকল্পের বিবরণ জেনে নিন।