স্কলারশিপ তথ্য

PM Scholarship Yojana – প্রধানমন্ত্রীর নতুন স্কলারশিপ যোজনা, আবেদন করলেই ছেলেরা পাবে 30000 টাকা আর মেয়েরা পাবে 36000 টাকা।

PM Scholarship Yojana – এই স্কলারশিপে আবেদন করবেন কীভাবে? জানুন বিস্তারিত।

প্রধানমন্ত্রীর দপ্তরের তরফে আবার নতুন করে স্কলারশিপের ঘোষণা (PM Scholarship Yojana)। কেন্দ্রের তরফে একাধিক স্কলারশিপের উদ্বোধন করা হয়েছে যেমন ন্যাশানাল স্কলারশিপ। আমাদের দেশে কেন্দ্র সরকার হোক বা রাজ্য সরকার প্রত্যেকেই দেশের আর্থিকভাবে পিছিয়ে পড়া মেধাবী ছাত্রছাত্রীদের কথা ভাবে নানাভাবে। কেউ যেন পয়সার অভাবে শিক্ষার অধিকার থেকে বঞ্চিত না হয়।

ভারতের মতো তৃতীয় বিশ্বের দেশে এখনো অনেক পরিবার অন্নের ব্যাবস্থা করতে পারেনা। সেখানে শিক্ষা বিলাসিতা মাত্র। তাই সমগ্র দেশের তরফেই বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ছেলেমেয়েগুলিকে বিভিন্ন স্কলারশিপ (PM Scholarship Yojana) দেওয়া হবে। তেমনই একটা শ্রেণি আমাদের দেশের সৈনিকরা, যারা আমাদের দেশকে সবসময় বিপদে রক্ষা করছে নিজেদের জীবন বিপন্ন করে। তাদের ছেলেমেয়েদের জন্য এবার স্কলারশিপ চালু করছে কেন্দ্র।

অটল বিহারী বাজপেয়ী স্কলারশিপে আবেদন করলেই মিলবে পড়াশোনার সব খরচ, জেনে নিন খুটিনাটি।

সেনাদের অফিসিয়াল ওয়েবসাইট KSB.Gov.In ওয়েবসাইটে যান। সেখানে গেলেই স্কলারশিপের পেজের রেজিস্ট্রেশনের লিঙ্ক চলে আসবে। সেখানে আপনার সব তথ্য আপলোড করতে হবে। এরপরই ক্যাপচা দিলেই ফর্ম ফিল আপের কাজ শেষ।

বীরত্ব পুরষ্কার পাওয়া সরকারের তরফে সৈন্যদের ছেলেমেয়েরা পাবে ফর্ম ফিল আপের সুযোগ। সামরিক কাজ ও কোস্ট গার্ডের সার্ভিসের সময় নিহত হয়ে যাওয়া অথবা শারীরিকভাবে অক্ষম হয়ে যাওয়া সেনাদের ছেলেমেয়েরা এবং জঙ্গি হামলায় অথবা সামরিক অভ্যুত্থানের সময় অক্ষম হয়ে যাওয়া বা নিহত সেনাদের ছেলেমেয়েরা এই স্কলারশিপের সুযোগ পাবে।

এই বছরের আবেদন এখনো শুরু হয়নি (PM Scholarship Yojana)। এছাড়াও ইলৈকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রক এবং ভারত সরকার একসাথে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী আসাম রাইফেলস নকশাল সন্ত্রাসী হামলায় শহীদ পুলিশদের জন্য স্কলারশিপ চালু করতে চলেছে।

যারা দিন রাত এক করে আমাদের রক্ষা করে চলেছে তাদের দুর্ঘটনা ঘটে যাওয়ার পর আমরা খবর পাইনা তাদের পরিবার কেমন আছে। প্রধানমন্ত্রীর এই স্কলারশিপ প্রোগ্রাম অবশ্যই তাদের সাহায্য করবে।

রাজ‍্য সরকারের নতুন স্কলারশিপ, লাখ লাখ পড়ুয়ার পড়াশোনার খরচ চালাবে সরকার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button