রেশন কার্ড নিয়ে রাজ্য সরকারের বিরাট উদ্যোগ, বহু APL কার্ডকে BPL করা হচ্ছে, দেখে নিন লিস্ট।
বাড়ির এক ব্যাক্তির রেশন কার্ডই নির্ধারণ করতে চলেছে সবার Ration Card.
পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্র সরকার উভয়ে মিলেই রেশন কার্ড ঠিক করে প্রতিটি পরিবারের আর্থিক ক্ষমতা অনুযায়ী। দেশের নাগরিকদের জন্য চালু করেছিল ডিজিটাল Ration Card. বর্তমানে বায়োমেট্রিক দিয়ে রেশনসামগ্রী তুলতে হয়। এই মূহুর্তে রাজ্যে মোট পাঁচ ধরনের Ration Card চালু আছে যেমন AAY, PHH, SPHH, RKSY1, RkSY2. কোভিডের সময় থেকে গোটা দেশজুড়ে প্রত্যেকেই ফ্রীতে রেশন দেওয়া শুরু করেছিল কেন্দ্রের সরকার।
এখন পরিস্থিতি একেবারে স্বাভাবিক। তাই কেন্দ্র আর চাইছেনা মাথাপিছু সেই বিপুল রেশন দিতে। সেইভাবেই প্রতিটি রাজ্যকে জানিয়ে দিয়েছে কেন্দ্র। আমাদের পশ্চিমবঙ্গে অবশ্য এখনই সমস্ত রেশনের খাদ্যশস্যের পরিমাণ কমানোর কথা বলা হয়নি। তবে রাজ্য BPL রেশন কার্ড অন্তভুর্ক্তরা সবসময় বেশি সুবিধা পায়।
রেশন তোলার নিয়ম বদল। আর নয় আঙুলের ছাপ, চালু হল নতুন নিয়ম।
BPL কার্ড তাদেরই হয় যারা আর্থিকভাবে অনেকটাই দুর্বল তাদের। তাই অনেকেই চায় তাদের APL কার্ডগুলিকে BPLতালিকাভুক্ত করতে। AAY, PHH, SPHH তালিকাভুক্ত রেশন গ্রাহকরা তাদের খাদ্যশস্য পায় অনেক কম দামে। তার থেকে RKSY ভক্তদের অনেক বেশি দামে কিনতে হয়।
অনেকে চাইলেও APL কার্ডকে BPL করতে পারেনা। কিন্তু এবার রাজ্য সরকারের তরফেই সেই কাজ করে দেওয়া হবে। একটা পরিবারের যেকোনো এক সদস্যের যে গোষ্ঠীভুক্ত কার্ড থাকবে সে কার্ডই সকলেরই হবে। পশ্চিমবঙ্গ সরকারের ফুড এন্ড সাপ্লায়ার্স ডিপার্টমেন্টের তরফে এমন নোটিসই দেওয়া হয়েছে। আর এর জন্য কাউকে কোনো আবেদন করতে হবেনা।
সরকারের তরফেই করে দেওয়া হবে। BPL কার্ডে শুধুমাত্র রেশনসামগ্রী বেশি দেওয়া হয় এমন নয় তাদের বিভিন্ন ধরনের চাকরি স্কুল কলেজেও অনেক ধরনের ছাড় দেওয়া হয়। BPL কার্ড করার ব্যাপারে তাই সরকার যথেষ্ট কঠোর সমস্ত কিছু যাচাই করে তবেই সিদ্ধান্ত নেয়। কিন্তু এই ব্যাপারটা আর কোনো ব্যাক্তির উপর রইলনা।