টেক নিউজ

Aadhar Card Pan Card Link – আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিঙ্ক করা আছে তো? চেক করবেন কিভাবে?

Aadhar Card Pan Card Link – আধার-প্যান লিঙ্ক না করা থাকলে সেটা করবেন কীভাবে? জানুন বিস্তারিত।

আধার কার্ডের সাথে প্যান যুক্ত করা (Aadhar Card Pan Card Link) এখন বাধ্যতামূলক হয়ে গেছে দেশজুড়ে। এখনো অনেকে শেষ করে উঠতে পারেনি বলে সে তারিখ বাড়ানো হয়। আগে যারা প্যান কার্ড বানাতো তাদের সেই কার্ডের সাথে আধার যুক্ত করা বাধ্যতামূলক ছিলনা। কিন্তু এখন প্যান কার্ড বানাতে আধার আপডেট না থাকলে ফর্ম ফিল আপই আর করা যাবেনা।

আধার কার্ডের সাথে ফোন নাম্বার যুক্ত করাও এখন (Aadhar Card Pan Card Link) বাধ্যতামূলক হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে। কিন্তু যেহেতু এই নিয়ম আগে গুরুত্বপূর্ণ ছিলনা সেহেতু একটা জেনারেশন এই নিয়মকে না মেনেই প্যান কার্ড তৈরি করেছে।

আধার কার্ডের সুরক্ষা নিয়ে চিন্তিত? ঘরে বসে মোবাইলের মাধ্যমে এক ক্লিকেই করে ফেলুন সমাধান, কীভাবে জানুন?

প্যান কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট যুক্ত করাও এখন আবশ্যক হয়ে পড়েছে। সেক্ষেত্রেও অ্যাকাউন্টে প্যান যুক্ত না থাকলে অ্যাকাউন্টে ট্রান্সজেকশন হবেনা বলেই ব্যাঙ্কগুলি জানিয়েছে। এবার আপনি বুঝবেন কী করে বাড়ি আপনার প্যান আধার যুক্ত আছে নাকি। আপনাকে আয়কর দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্যান আধার লিঙ্কের পেজে যেতে হবে।

সেখানে গেলেই আধার লিঙ্কের অপশন পাবেন (Aadhar Card Pan Card Link)। আর সেখানে আপনার আধার এবং প্যান নাম্বার দিতে হবে তাহলেই আপনি যদি যুক্ত করে থাকেন স্ক্রিনে ভেসে উঠবে Your pan is linked with Adhar আর যদি এখনো লিঙ্ক না করে থাকেন তাহলে মেসেজে উঠবে Your pan not linked with Adhar.

এই কাজটির জন্য আপনাকে কোনো সাইবার ক্যাফেতে বড়ো লাইন দিতে হবেনা। কিন্তু এরপরই আপনাকে লিঙ্ক করার অপশন দেবে আর যত তাড়াতাড়ি পারবেন সেটি করে নেন। এই সময়সীমা শেষ হলে চার্জ কাটার কথাও জানানো হয়েছে।

2 বছরের বেশি পুরনো আধার কার্ড থাকলেই আপডেট করতে হবে, নইলে ঝামেলায় পড়বেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button